আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুরে নদীতে গোসল করতে নেমে আজাহার আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ৯টার দিকে হলহলিয়া রেল সেতুর দক্ষিণ পাশে তুলসীগঙ্গা নদীর ঘাটে এ ঘটনা ঘটে।
তিনি উপজেলার সোনামুখী ইউনিয়নের অনন্তপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, আজাহার আলী বেশ কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। গত শনিবার রাতে তিনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে ছিলেন। আজ সকালে ঘুম থেকে উঠেই তিনি নদীতে গোসল করতে নামেন। এরপর তিনি নদীতে ডুব দিয়ে আর উঠছিলেন না। তখন আশপাশে থাকা লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আজাহার আলীর ছেলে আজিজুল হক বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। তাঁর চিকিৎসা চলছিল। গত শনিবার রাতে খাবার খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে ছিলেন। সকাল ৯টার দিকে ঘুম থেকে উঠে নদীতে গোসল করতে নামেন। তখনো হয়তো ঘুম কাটেনি। নদীতে ডুব দিয়ে তিনি আর ওঠেননি। পরে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে আনা হলেও বাবাকে আর বাঁচাতে পারিনি।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাকসুদুর আলম বলেন, নদীতে গোসল করতে নেমে নিহত ওই ব্যক্তিকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল।
আক্কেলপুর থানার পরিদর্শক আবু বকর সিদ্দিক বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মানসিক সমস্যা ছিল। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
জয়পুরহাটের আক্কেলপুরে নদীতে গোসল করতে নেমে আজাহার আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ৯টার দিকে হলহলিয়া রেল সেতুর দক্ষিণ পাশে তুলসীগঙ্গা নদীর ঘাটে এ ঘটনা ঘটে।
তিনি উপজেলার সোনামুখী ইউনিয়নের অনন্তপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, আজাহার আলী বেশ কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। গত শনিবার রাতে তিনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে ছিলেন। আজ সকালে ঘুম থেকে উঠেই তিনি নদীতে গোসল করতে নামেন। এরপর তিনি নদীতে ডুব দিয়ে আর উঠছিলেন না। তখন আশপাশে থাকা লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আজাহার আলীর ছেলে আজিজুল হক বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। তাঁর চিকিৎসা চলছিল। গত শনিবার রাতে খাবার খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে ছিলেন। সকাল ৯টার দিকে ঘুম থেকে উঠে নদীতে গোসল করতে নামেন। তখনো হয়তো ঘুম কাটেনি। নদীতে ডুব দিয়ে তিনি আর ওঠেননি। পরে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে আনা হলেও বাবাকে আর বাঁচাতে পারিনি।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাকসুদুর আলম বলেন, নদীতে গোসল করতে নেমে নিহত ওই ব্যক্তিকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল।
আক্কেলপুর থানার পরিদর্শক আবু বকর সিদ্দিক বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মানসিক সমস্যা ছিল। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
বাড়িভাড়া ভাতা বাড়ানোসহ তিন দফা দাবিতে নতুন কর্মসূচি হিসেবে আগামীকাল মঙ্গলবার মুখে কালো কাপড় বেঁধে মিছিল করবেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। আজ সোমবার দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত শিক্ষকেরা আমরণ অনশন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।
০১ জানুয়ারি ১৯৭০সাগরতীরের কাশবন থেকে হাত-পায়ের রগ কাটা অবস্থায় শামীম মাকসুদ খান জয় (২৬) নামের এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় নগরীর আনন্দবাজার এলাকায় আউটার রিংরোডসংলগ্ন সাগরতীর থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক...
২১ মিনিট আগেসিংড়ায় অনলাইন জুয়া নিয়ে বিরোধের জেরে মিঠুন আলী (৩৩) নামের এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার উপজেলার পেট্রোবাংলা এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেযান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের সব ইউনিট বন্ধ হয়ে গেছে। ফলে এ কেন্দ্র থেকে কোনো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। এতে লোডশেডিংয়ের আশঙ্কা দেখা দিয়েছে
১ ঘণ্টা আগে