Ajker Patrika

জয়পুরহাটে লকডাউনের ১৪ দিনে ছয় লাখ টাকা জরিমানা আদায়

প্রতিনিধি, জয়পুরহাট 
আপডেট : ১৫ জুলাই ২০২১, ০৯: ৫৪
জয়পুরহাটে লকডাউনের ১৪ দিনে ছয় লাখ টাকা জরিমানা আদায়

জয়পুরহাটে কঠোর লকডাউনের ১৪ দিনে ৮৪১টি মামলায় ৫ লাখ ৮৫ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও আনসার বাহিনীর সদস্যরা।

জানা গেছে, গত ১ জুলাই থেকে আজ ১৪ জুলাই পর্যন্ত ১৪ দিনে জেলার ৫টি উপজেলায় ২৭৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মামলা দায়েরের পাশাপাশি ৫ লাখ ৮৫ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

জেলা প্রশাসক শরীফুল ইসলাম বলেন, কঠোর লকডাউনে জয়পুরহাট জেলায় ১৪ দিনে প্রায় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এই দিনগুলোতে কড়াকড়ি থাকায় জেলায় করোনা সংক্রমণের হার কমেছে। প্রায় ১৫-১৬ শতাংশ থেকে নেমে এসেছে প্রায় ১০ শতাংশে। আগামীকাল থেকে আবার ৮ দিনের জন্য বিধিনিষেধ শিথিল হচ্ছে। এ সময় সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

জেলা প্রশাসক আরও বলেন, টিকার জন্য জেলায় আবারও রেজিস্ট্রেশন চলছে। সবাইকে টিকার রেজিস্ট্রেশন করে টিকা নিতে বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

অদৃশ্য শর্তে ১৫% ছাড় ট্রাম্পের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত