Ajker Patrika

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

নওগাঁ প্রতিনিধি
সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

নওগাঁর পোরশা সীমান্তে ভারতের অভ্যন্তরে গুলিতে নিহত বাংলাদেশি যুবক আল আমিনের (২৭) মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার রাত ৯টার দিকে হাঁপানিয়া এলাকায় সীমান্তের ২৩৬ মেইন পিলারের কাছে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হয়। 

নওগাঁ ১৬ বিজিবির নিতপুর কোম্পানি কমান্ডার সুবেদার মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আল আমিনের মরদেহ ফেরত নিতে বিএসএফের সঙ্গে আজ দিনভর যোগাযোগ করেন তাঁরা। এরপর সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে আইনি প্রক্রিয়া শেষে আল আমিনের মরদেহ হস্তান্তর করে বিএসএফ। পরে স্থানীয় পুলিশের মাধ্যমে পরিবারের কাছে ফেরত দেওয়া হয় আল আমিনের মরদেহ।  

মরদেহ ফেরত দেওয়ার সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী সদস্য ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএসএফের পক্ষ থেকে ভারতের কেদারিপাড়া ক্যাম্পের কমান্ডার ইন্সপেক্টর সুভাষ চন্দ্র মিনাও উপস্থিত ছিলেন বলে জানান তিনি।

নিহত আল-আমিন উপজেলার নীতপুর গ্রামের কলনীমোড় এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। 

উল্লেখ্য, গত মঙ্গলবার ভোরে চার–পাঁচ ব্যক্তি সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু আনছিলেন। এ সময় ভারতের বিএসএফ-১৫৯ ব্যাটালিয়নের টেক্কাপাড়া ক্যাম্পের সদস্যরা গরু আনতে যাওয়া ব্যক্তিদের ধাওয়া করেন। একপর্যায়ে তাঁদের লক্ষ্য করে বিএসএফ সদস্যরা গুলি ছোড়েন। এতে অন্যরা পালিয়ে গেলেও আল আমিন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এরপর বাংলাদেশি মেইন পিলার নীতপুর সীমান্তের ২৩২ নম্বর এলাকা থেকে বিএসএফ সদস্যরা তাঁর মরদেহ নিয়ে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত