Ajker Patrika

চাঁপাইনবাবগঞ্জের দুই আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১০: ৪৭
চাঁপাইনবাবগঞ্জের দুই আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ছেড়ে দেওয়া দুই আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সকালে কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটার উপস্থিতি একেবারেই কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দু-একটি কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি দেখা গেছে।

প্রথমবারের মতো এ দুই আসনে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে। দুই আসনে ৩৫২ ভোটকেন্দ্রে ভোট দেবেন ৮ লাখ ১৬ হাজার ৯৪৫ জন ভোটার। 

এবার আসন দুটিতে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ছয়জন ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে তিনজন। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মু. জিয়াউর রহমান, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সরকার (আপেল প্রতীক), স্বতন্ত্র প্রার্থী খুরশিদ আলম বাচ্চু (মাথাল প্রতীক), জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীকের প্রার্থী মোহাম্মদ আব্দুর রাজ্জাক, জাকের পার্টির মো. গোলাম মোস্তফা (গোলাপ ফুল) ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) মনোনীত প্রার্থী মো. নবীউল ইসলাম টেলিভিশন প্রতীক নিয়ে ভোটযুদ্ধে রয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের তিনটি উপজেলায় এবার একজন করে এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন। দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গত সোমবার থেকে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে ভোটের লড়াইয়ে আছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ, জেলা যুবলীগের সাবেক সভাপতি ব্যবসায়ী স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন (আপেল) ও বিএনএফ মনোনীত প্রার্থী কামরুজ্জামান খান (টেলিভিশন)।

জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে প্রিসাইডিং অফিসার ১৮০ জন এবং ১ হাজার ২৩০ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ২ হাজার ৪৬০ জন পোলিং অফিসার ভোট গ্রহণের দায়িত্ব পালন করবেন। এই আসনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৫ হাজার ৪৫০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১ হাজার ১৭০ জন এবং নারী ভোটার ২ লাখ ৪ হাজার ২৮০ জন। ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১৮০টি এবং ভোটকক্ষের সংখ্যা ১ হাজার ২৩০।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ১৭২ জন প্রিসাইডিং, ১ হাজার ২৪০ জন সহকারী প্রিসাইডিং ও ২ হাজার ৪৮০ জন পোলিং অফসার ভোটগ্রহণের দায়িত্ব পালন করবেন। সদর আসনে মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৪৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৮৮৩ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৫ হাজার ৬১২ জন। এই আসনে ভোটকেন্দ্র রয়েছে ১৭২টি এবং ভোটকক্ষ ১ হাজার ২৪০টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

তৃতীয় শ্রেণিতেও বৃত্তি দেওয়া হবে: প্রাথমিক ও গণশিক্ষাসচিব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত