Ajker Patrika

কালাইয়ের পাঁচটি ইউনিয়নের সব কটিতে নৌকা প্রার্থীর জয়

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
কালাইয়ের পাঁচটি ইউনিয়নের সব কটিতে নৌকা প্রার্থীর জয়

জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচটি ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। গতকাল রোববার রাত ১০টায় কালাই উপজেলা পরিষদ হল রুম থেকে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানান কালাই উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আবুল কালাম। 

বিজয়ী প্রার্থীরা হলেন-বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনট ইউনিয়নে আব্দুল কুদ্দুস ফকির, মাত্রাই ইউনিয়নে আ ন ম শওকত হাবীব তালুকদার, উদয়পুরে ওয়াজেদ আলী, জিন্দারপুরে জিয়াউর রহমান জিয়া ও আহম্মেদাবাদে আলী আকবর মণ্ডল। 

জানা যায়, গতকাল রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪৭টি কেন্দ্রে ভোটগ্রহণ চলে। ভোটকেন্দ্রগুলোতে পুরুষের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সব ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হলেও মাত্রাই ইউনিয়নে কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ওই সব নির্বাচনী এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। 

এ ছাড়া কয়েকটি ঘটনায় আহত হন উভয় পক্ষের লোকজন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কঠোর অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত