Ajker Patrika

পাবনা বাস টার্মিনালে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত ২ 

পাবনা প্রতিনিধি
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১২: ১২
পাবনা বাস টার্মিনালে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত ২ 

পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মিলন হোসেন মধু (৪৫) ও মঞ্জু প্রামাণিক (৪৪) নামের দুজন নিহত হয়েছেন। আজ বুধবার সকালে শহরের বাস টার্মিনালের হালিম হোটেলের সামনে এ ঘটনা ঘটে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বিষয়টি নিশ্চিত করেন। 

নিহতদের মধ্যে মিলন হোসেন মধু পাবনা শহরের পূর্ব শালগাড়িয়া এলাকার আরমান শেখের ছেলে এবং মঞ্জু পূর্ব রাঘবপুর এলাকার নুর আলীর ছেলে। মধু পরিবহনের চাঁদা তুলতেন আর মঞ্জু অটোরিকশার চালক। 

নিহতদের স্বজন ও হোটেল কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল ৮টার দিকে দুজন হোটেলে নাশতা করতে গিয়েছিলেন। হোটেলের সামনে গেলে কয়েকজন দুর্বৃত্ত তাঁদের ছুরিকাঘাত করে। এ সময় তাঁরা হোটেলের সামনে লুটিয়ে পড়েন। পরে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। 

পাবনা সদর থানার ওসি রওশন আলী জানান, দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঠিক কী কারণে এ ঘটনা ঘটছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারণা, মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত