Ajker Patrika

শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন আব্দুল জব্বার

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন আব্দুল জব্বার

চিকিৎসাসেবা সম্প্রসারে বিশেষ অবদান রাখায় পাবনার ভাঙ্গুড়ার আব্দুল জব্বার শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২২ লাভ করেছেন। তিনি ভাঙ্গুড়া পৌর শহরের আধুনিক বেসরকারি হাসপাতাল হেলথ কেয়ার লিমিটেডের পরিচালক ও উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের শাহানগর গ্রামের আব্দুল জলিলের ছেলে।

আজ শুক্রবার রাত ৮টার দিকে রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শেরে বাংলা গবেষণা পরিষদের পক্ষ থেকে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে ‘মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষায় আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২২ প্রদান অনুষ্ঠানে সম্মাননা হিসেবে তাঁকে গোল্ড মেডেল ও সনদ প্রদান করা হয়। 

সংগঠনের উপদেষ্টা ও শেরে বাংলা একে ফজলুল হকের দৌহিত্র সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন। 

প্রসঙ্গত, এলাকায় চিকিৎসাসেবা সম্প্রসারে বিশেষ অবদান রাখায় এর আগে তিনি বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটির উদ্যোগে ‘মাদার তেরেসা গুণীজন সম্মাননা-২০২১’ অনুষ্ঠানে গোল্ড মেডেল পান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত