Ajker Patrika

রাণীনগরে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
রাণীনগরে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু

নওগাঁর রাণীনগরে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাজল চরণ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার (১৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে খুলনা-চিলাহাটীগামী রূপসা ট্রেন রাণীনগর রেল স্টেশন অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে। কাজল উপজেলার খট্রেশ্বর হাদি পাড়া গ্রামের কালীচরনের ছেলে। 

রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশন লিডার (ভারপ্রাপ্ত) আরএ শামিম হোসেন বলেন, রোববার দুপুর ২টার দিকে খুলনা-চিলাহাটীগামী রূপসা ট্রেন রাণীনগর রেল স্টেশন অতিক্রম করছিল। এ সময় চলন্ত ট্রেন থেকে স্টেশনে নামতে গেলে ট্রেনের নিচে পড়ে যান কাজল চরণ। এতে তাঁর শরীর থেকে এক হাত বিচ্ছিন্নসহ বিভিন্ন স্থানে গুরুতর আঘাত প্রাপ্ত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম সেখানে পৌঁছে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন বলেন, ‘ঘটনা লোক মুখে শুনেছি। তবে এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষের কেউ এখন পর্যন্ত জানায়নি। অভিযোগ পেলে সে অনুযায়ী আইনত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত