Ajker Patrika

বাঘা পৌরসভা নির্বাচন ২৯ ডিসেম্বর

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 
বাঘা পৌরসভা নির্বাচন ২৯ ডিসেম্বর

আগামী ২৯ ডিসেম্বর রাজশাহীর বাঘা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রজ্ঞাপন ও তফসিল ঘোষণা করা হয়েছে। আজ সোমবার বিকেলে উপসচিব আতিয়ার রহমানের স্বাক্ষরিত এ সম্পর্কিত একটি পত্র উপজেলা নির্বাচন অফিসে পাঠানো হয়েছে।

জানা গেছে, সর্বশেষ ২০১৭ সালের ২৮ ডিসেম্বর বাঘা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এ পৌরসভায় মোট ৩১ হাজার ৬৩৬ ভোটার রয়েছেন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১৫ হাজার ৮০০ জন ও নারী ভোটার ১৫ হাজার ৮৩৬ জন।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা কর্মকর্তা মুজিবুল আলম বলেন, আগামী ২৯ ডিসেম্বর ইভিএমের মাধ্যমে বাঘা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন ১ ডিসেম্বর। যাচাই-বাছাই ৩ ডিসেম্বর ও প্রার্থিতা প্রত্যাহার ১০ ডিসেম্বর। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত