বগুড়া প্রতিনিধি
বগুড়ায় রোহান চৌধুরী (২৩) হত্যার সঙ্গে জড়িতের অভিযোগে কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটকের দাবিতে লাশ নিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। আজ বৃহস্পতিবার বগুড়ার দ্বিতীয় বাইপাস মহাসড়কের মানিকচক বন্দরে দুই দফায় এ বিক্ষোভ করেন তাঁরা।
এ সময় রাজাপুর ইউনিয়ন বিট পুলিশিংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই জাফরের অপসারণ দাবি করেন এলাকাবাসী।
আজ দুপুরে রোহান চৌধুরীর লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর লাশ এলাকায় পৌঁছালে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এলাকায় উত্তেজনা বিরাজ করায় সকাল থেকেই মানিকচক বন্দর এবং জয় বাংলা হাট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এদিকে, রোহান চৌধুরী হত্যার পর থেকেই সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন ওরফে গিয়াস মেম্বার ও তাঁর ভাগনে বগুড়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান মিন্টু সপরিবারে আত্মগোপন করেছেন।
তাঁদের বাড়ি-ঘরে হামলার আশঙ্কায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার এসআই আব্দুর রহীম।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান বলেন, রোহানকে হত্যার ঘটনায় এখনো মামলা করা হয়নি। লাশ দাফনের পর রাতে পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে। ঘটনার পর থেকেই জড়িতদের আটক করতে পুলিশের একটি টিম কাজ শুরু করেছে।
উল্লেখ্য, গতকাল বুধবার সকালে একটি মামলায় জামিন নিতে গেলে আদালত চত্বর থেকে রোহান চৌধুরী ও সেলিম নামের দুই যুবককে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর পিটিয়ে রোহান চৌধুরীকে হত্যা এবং সেলিমকে গুরুতর আহত অবস্থায় রাজাপুর ইউনিয়নের জয়বাংলা হাটে ফেলে রাখা হয়।
বগুড়ায় রোহান চৌধুরী (২৩) হত্যার সঙ্গে জড়িতের অভিযোগে কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটকের দাবিতে লাশ নিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। আজ বৃহস্পতিবার বগুড়ার দ্বিতীয় বাইপাস মহাসড়কের মানিকচক বন্দরে দুই দফায় এ বিক্ষোভ করেন তাঁরা।
এ সময় রাজাপুর ইউনিয়ন বিট পুলিশিংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই জাফরের অপসারণ দাবি করেন এলাকাবাসী।
আজ দুপুরে রোহান চৌধুরীর লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর লাশ এলাকায় পৌঁছালে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এলাকায় উত্তেজনা বিরাজ করায় সকাল থেকেই মানিকচক বন্দর এবং জয় বাংলা হাট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এদিকে, রোহান চৌধুরী হত্যার পর থেকেই সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন ওরফে গিয়াস মেম্বার ও তাঁর ভাগনে বগুড়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান মিন্টু সপরিবারে আত্মগোপন করেছেন।
তাঁদের বাড়ি-ঘরে হামলার আশঙ্কায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার এসআই আব্দুর রহীম।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান বলেন, রোহানকে হত্যার ঘটনায় এখনো মামলা করা হয়নি। লাশ দাফনের পর রাতে পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে। ঘটনার পর থেকেই জড়িতদের আটক করতে পুলিশের একটি টিম কাজ শুরু করেছে।
উল্লেখ্য, গতকাল বুধবার সকালে একটি মামলায় জামিন নিতে গেলে আদালত চত্বর থেকে রোহান চৌধুরী ও সেলিম নামের দুই যুবককে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর পিটিয়ে রোহান চৌধুরীকে হত্যা এবং সেলিমকে গুরুতর আহত অবস্থায় রাজাপুর ইউনিয়নের জয়বাংলা হাটে ফেলে রাখা হয়।
‘এই সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে সুন্দর একটি নির্বাচন দেওয়ার জন্য। কিন্তু আমার মনে হচ্ছে, সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করছে। এটি কাউকে সুবিধা দেওয়ার জন্য করা হচ্ছে।’
১০ মিনিট আগেপ্রধান উপদেষ্টা যে সময়টা দিয়েছেন নির্বাচনের জন্য, এ বছরের ডিসেম্বর থেকে পরের বছরের জুনের মধ্যে। আমরা আশা করছি, সে সময়ের মধ্যেই নির্বাচন হবে।
১৩ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলা ও মহানগর কমিটির কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে অনৈতিক সুবিধা আদায় ও দুর্নীতির অভিযোগ এনে কমিটি দুটির ১৬ নেতা পদত্যাগ করেছেন। আজ রোববার রাত ৮টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সংবাদ সম্মেলন ডেকে তাঁরা পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগকারীদের অভিযোগ, কমিটির কয়েকজন
১৬ মিনিট আগেঅস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী সিলেটবাসীদের অন্যতম সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইনক’র নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৮ মে) স্থানীয় সময় সন্ধ্যায় সিডনির মিন্টো এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রবাসে সিলেটি সংস্কৃতি ও ঐতিহ্য টিকিয়ে রাখতে সম্মিলিতভাবে
১৯ মিনিট আগে