বগুড়া প্রতিনিধি
বগুড়ায় রোহান চৌধুরী (২৩) হত্যার সঙ্গে জড়িতের অভিযোগে কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটকের দাবিতে লাশ নিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। আজ বৃহস্পতিবার বগুড়ার দ্বিতীয় বাইপাস মহাসড়কের মানিকচক বন্দরে দুই দফায় এ বিক্ষোভ করেন তাঁরা।
এ সময় রাজাপুর ইউনিয়ন বিট পুলিশিংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই জাফরের অপসারণ দাবি করেন এলাকাবাসী।
আজ দুপুরে রোহান চৌধুরীর লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর লাশ এলাকায় পৌঁছালে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এলাকায় উত্তেজনা বিরাজ করায় সকাল থেকেই মানিকচক বন্দর এবং জয় বাংলা হাট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এদিকে, রোহান চৌধুরী হত্যার পর থেকেই সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন ওরফে গিয়াস মেম্বার ও তাঁর ভাগনে বগুড়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান মিন্টু সপরিবারে আত্মগোপন করেছেন।
তাঁদের বাড়ি-ঘরে হামলার আশঙ্কায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার এসআই আব্দুর রহীম।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান বলেন, রোহানকে হত্যার ঘটনায় এখনো মামলা করা হয়নি। লাশ দাফনের পর রাতে পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে। ঘটনার পর থেকেই জড়িতদের আটক করতে পুলিশের একটি টিম কাজ শুরু করেছে।
উল্লেখ্য, গতকাল বুধবার সকালে একটি মামলায় জামিন নিতে গেলে আদালত চত্বর থেকে রোহান চৌধুরী ও সেলিম নামের দুই যুবককে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর পিটিয়ে রোহান চৌধুরীকে হত্যা এবং সেলিমকে গুরুতর আহত অবস্থায় রাজাপুর ইউনিয়নের জয়বাংলা হাটে ফেলে রাখা হয়।
বগুড়ায় রোহান চৌধুরী (২৩) হত্যার সঙ্গে জড়িতের অভিযোগে কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটকের দাবিতে লাশ নিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। আজ বৃহস্পতিবার বগুড়ার দ্বিতীয় বাইপাস মহাসড়কের মানিকচক বন্দরে দুই দফায় এ বিক্ষোভ করেন তাঁরা।
এ সময় রাজাপুর ইউনিয়ন বিট পুলিশিংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই জাফরের অপসারণ দাবি করেন এলাকাবাসী।
আজ দুপুরে রোহান চৌধুরীর লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর লাশ এলাকায় পৌঁছালে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এলাকায় উত্তেজনা বিরাজ করায় সকাল থেকেই মানিকচক বন্দর এবং জয় বাংলা হাট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এদিকে, রোহান চৌধুরী হত্যার পর থেকেই সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন ওরফে গিয়াস মেম্বার ও তাঁর ভাগনে বগুড়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান মিন্টু সপরিবারে আত্মগোপন করেছেন।
তাঁদের বাড়ি-ঘরে হামলার আশঙ্কায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার এসআই আব্দুর রহীম।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান বলেন, রোহানকে হত্যার ঘটনায় এখনো মামলা করা হয়নি। লাশ দাফনের পর রাতে পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে। ঘটনার পর থেকেই জড়িতদের আটক করতে পুলিশের একটি টিম কাজ শুরু করেছে।
উল্লেখ্য, গতকাল বুধবার সকালে একটি মামলায় জামিন নিতে গেলে আদালত চত্বর থেকে রোহান চৌধুরী ও সেলিম নামের দুই যুবককে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর পিটিয়ে রোহান চৌধুরীকে হত্যা এবং সেলিমকে গুরুতর আহত অবস্থায় রাজাপুর ইউনিয়নের জয়বাংলা হাটে ফেলে রাখা হয়।
রাজবাড়ীর কালুখালী উপজেলায় পিকআপ ভ্যানচাপায় আমজাদ সরকার (৫০) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালিয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আমজাদ সরদার পাংশা উপজেলার গুদিবাড়ী গ্রামের ফটিক সরদারের ছেলে।
৩ মিনিট আগেনেত্রকোনার আটপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুয়েল সাংমা লাঠি দিয়ে এক শিশুকে পেটানোর ভিডিও ভাইরাল হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
৫ মিনিট আগেরাজধানীর কারওয়ান বাজারে মঙ্গলবার সকালে ছিনতাইকারীর হামলার শিকার হয়ে আহত হন ডিএমপির প্রটেকশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বঙ্গভবন নিরাপত্তা) মো. সুমন রেজা। এই ঘটনার পরই কারওয়ান বাজার ও আশপাশের এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়েছে তেজগাঁও থানা পুলিশ। এতে ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে
১১ মিনিট আগেশিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে যৌক্তিক দাবি জানালেও সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি। গত রোববার তাঁরা ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন, কিন্তু দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে রেল অবরোধ কর্মসূচি পালন করতে হচ্ছে।
১৪ মিনিট আগে