নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
বিএনপির নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেছেন, ‘বোমা-বন্দুক পুলিশের পকেটেই থাকে। এগুলো বিএনপির নেতাকর্মীদের পকেটে ঢুকিয়ে মিথ্যা মামলা দায়ের করা হয়।’
বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে আজ বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মোসাদ্দেক হোসেন বুলবুল। বেলা ১১টার দিকে নগরীর মালোপাড়ায় দলীয় কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, ‘পুলিশ এখন বিএনপির যাকেই ধরবে, সেখানেই বোমা না হলে বন্দুক পাবে, না হলে অন্য কিছু পাবে। কারণ এগুলো পুলিশের নিজের পকেটেই থাকে। এগুলো বিএনপির কর্মীর পকেটে ঢোকাতে দুই মিনিট সময়ও লাগে না।’
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে সাইবার নিরাপত্তা আইন করার সিদ্ধান্তের বিষয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আপনাদের (সাংবাদিকদের) অনেক সহকর্মীকে ইতিমধ্যে জেলখানায় বন্দী করে রাখছে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে। ডিজিটাল নিরাপত্তা আইন পরিশোধন করা হচ্ছে শুনেছি। এটা নতুন বোতলে পুরনো মদ ঢালার মতো। বিএনপির যেসব নেতারা সামনে নির্বাচনে অংশ নেওয়ার মতো, তাঁদের বিরুদ্ধে কেস-কাচারি করা হচ্ছে।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী। তিনি বলেন, গত ২৮ জুলাই ঢাকায় বিএনপির মহাসমাবেশের আগে ২৬ জুলাই রাতে ধানমন্ডির একটি বাসা থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহসম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক, জেলা যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, তানোর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির নেতা মিজানুর রহমানসহ আরও কয়েকজন নেতাকে আটক করে পুলিশ। জামিনে মুক্তি লাভের পর জেলগেট থেকে বাইরে বেরিয়ে আসার সময় নতুন দুটি ‘মিথ্যা মামলায়’ শফিকুলকে আবার গ্রেপ্তার করা হয়।
লিখিত বক্তব্যে বলা হয়, ৬ আগস্ট রাজশাহী নগরের রাজপাড়া থানার পুলিশ বিএনপির বেশ কয়েকজনকে আসামি করে মামলা দিয়েছে। এই মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত ও মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমানের নাম রয়েছে।
উদ্দেশ্যমূলকভাবে বিরোধী দলের নেতা-কর্মীকে হয়রানি করা ও কষ্ট দেওয়ার জন্য এই মামলা দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলন থেকে গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে মহানগর বিএনপির সদস্যসচিব মামুনুর রশিদ মামুনসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপির নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেছেন, ‘বোমা-বন্দুক পুলিশের পকেটেই থাকে। এগুলো বিএনপির নেতাকর্মীদের পকেটে ঢুকিয়ে মিথ্যা মামলা দায়ের করা হয়।’
বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে আজ বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মোসাদ্দেক হোসেন বুলবুল। বেলা ১১টার দিকে নগরীর মালোপাড়ায় দলীয় কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, ‘পুলিশ এখন বিএনপির যাকেই ধরবে, সেখানেই বোমা না হলে বন্দুক পাবে, না হলে অন্য কিছু পাবে। কারণ এগুলো পুলিশের নিজের পকেটেই থাকে। এগুলো বিএনপির কর্মীর পকেটে ঢোকাতে দুই মিনিট সময়ও লাগে না।’
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে সাইবার নিরাপত্তা আইন করার সিদ্ধান্তের বিষয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আপনাদের (সাংবাদিকদের) অনেক সহকর্মীকে ইতিমধ্যে জেলখানায় বন্দী করে রাখছে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে। ডিজিটাল নিরাপত্তা আইন পরিশোধন করা হচ্ছে শুনেছি। এটা নতুন বোতলে পুরনো মদ ঢালার মতো। বিএনপির যেসব নেতারা সামনে নির্বাচনে অংশ নেওয়ার মতো, তাঁদের বিরুদ্ধে কেস-কাচারি করা হচ্ছে।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী। তিনি বলেন, গত ২৮ জুলাই ঢাকায় বিএনপির মহাসমাবেশের আগে ২৬ জুলাই রাতে ধানমন্ডির একটি বাসা থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহসম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক, জেলা যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, তানোর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির নেতা মিজানুর রহমানসহ আরও কয়েকজন নেতাকে আটক করে পুলিশ। জামিনে মুক্তি লাভের পর জেলগেট থেকে বাইরে বেরিয়ে আসার সময় নতুন দুটি ‘মিথ্যা মামলায়’ শফিকুলকে আবার গ্রেপ্তার করা হয়।
লিখিত বক্তব্যে বলা হয়, ৬ আগস্ট রাজশাহী নগরের রাজপাড়া থানার পুলিশ বিএনপির বেশ কয়েকজনকে আসামি করে মামলা দিয়েছে। এই মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত ও মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমানের নাম রয়েছে।
উদ্দেশ্যমূলকভাবে বিরোধী দলের নেতা-কর্মীকে হয়রানি করা ও কষ্ট দেওয়ার জন্য এই মামলা দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলন থেকে গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে মহানগর বিএনপির সদস্যসচিব মামুনুর রশিদ মামুনসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় একের পর এক খুনের ঘটনা ঘটছে। গত আট মাসে গুলি করে পাঁচজনকে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার এসব ঘটনায় পর্যালোচনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, এসব হত্যাকাণ্ডে একই গ্যাং জড়িত।
২ ঘণ্টা আগেমেয়াদ শেষের প্রায় দুই বছর হয়ে গেলেও কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুরে দুধকুমার নদের তীর রক্ষা বাঁধ নির্মাণকাজ শেষ হয়নি। এতে দুধকুমারের তীরবর্তী অঞ্চলে ভাঙন-আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের অস্থায়ী ম্যানেজারের বিরুদ্ধে স্থানীয়দের টাকা নিয়ে...
২ ঘণ্টা আগেলালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে বসানো হয়েছে হাট-বাজার। এতে বিঘ্নিত হচ্ছে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ। খেলাধুলার চর্চা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটিতে যাওয়া-আসা করতেও ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।
২ ঘণ্টা আগেবালুমহাল হিসেবে ইজারা নেওয়া হয়নি; তবে দিব্যি নদীতীরের মাটি কেটে বিক্রি করা হচ্ছে। রোজ শতাধিক ট্রাক মাটি উঠছে পাড় থেকে। রাজশাহীর চারঘাট উপজেলায় ঘটছে এমন ঘটনা। বিএনপি ও ছাত্রদলের নেতারা এই ব্যবসার সঙ্গে জড়িত। এই মাটি ও বালু উত্তোলনে বাধা দেওয়ায় ইউএনওর বাসায় ককটেল ফোটানো হয়েছে।
২ ঘণ্টা আগে