Ajker Patrika

বোমা-বন্দুক পুলিশের পকেটেই থাকে: বুলবুল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
Thumbnail image

বিএনপির নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেছেন, ‘বোমা-বন্দুক পুলিশের পকেটেই থাকে। এগুলো বিএনপির নেতাকর্মীদের পকেটে ঢুকিয়ে মিথ্যা মামলা দায়ের করা হয়।’

বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে আজ বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মোসাদ্দেক হোসেন বুলবুল। বেলা ১১টার দিকে নগরীর মালোপাড়ায় দলীয় কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, ‘পুলিশ এখন বিএনপির যাকেই ধরবে, সেখানেই বোমা না হলে বন্দুক পাবে, না হলে অন্য কিছু পাবে। কারণ এগুলো পুলিশের নিজের পকেটেই থাকে। এগুলো বিএনপির কর্মীর পকেটে ঢোকাতে দুই মিনিট সময়ও লাগে না।’ 

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে সাইবার নিরাপত্তা আইন করার সিদ্ধান্তের বিষয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আপনাদের (সাংবাদিকদের) অনেক সহকর্মীকে ইতিমধ্যে জেলখানায় বন্দী করে রাখছে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে। ডিজিটাল নিরাপত্তা আইন পরিশোধন করা হচ্ছে শুনেছি। এটা নতুন বোতলে পুরনো মদ ঢালার মতো। বিএনপির যেসব নেতারা সামনে নির্বাচনে অংশ নেওয়ার মতো, তাঁদের বিরুদ্ধে কেস-কাচারি করা হচ্ছে।’ 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী। তিনি বলেন, গত ২৮ জুলাই ঢাকায় বিএনপির মহাসমাবেশের আগে ২৬ জুলাই রাতে ধানমন্ডির একটি বাসা থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহসম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক, জেলা যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, তানোর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির নেতা মিজানুর রহমানসহ আরও কয়েকজন নেতাকে আটক করে পুলিশ। জামিনে মুক্তি লাভের পর জেলগেট থেকে বাইরে বেরিয়ে আসার সময় নতুন দুটি ‘মিথ্যা মামলায়’ শফিকুলকে আবার গ্রেপ্তার করা হয়। 

লিখিত বক্তব্যে বলা হয়, ৬ আগস্ট রাজশাহী নগরের রাজপাড়া থানার পুলিশ বিএনপির বেশ কয়েকজনকে আসামি করে মামলা দিয়েছে। এই মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত ও মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমানের নাম রয়েছে। 

উদ্দেশ্যমূলকভাবে বিরোধী দলের নেতা-কর্মীকে হয়রানি করা ও কষ্ট দেওয়ার জন্য এই মামলা দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলন থেকে গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি দাবি করা হয়। 

সংবাদ সম্মেলনে মহানগর বিএনপির সদস্যসচিব মামুনুর রশিদ মামুনসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত