নাটোর প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে অভিযান চালিয়ে নয় হাজার কেজি ভেজাল গুড় জব্দ করা হয়েছে। এ সময় দুই গুড় ব্যবসায়ীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন।
গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার চাঁচকৈড় বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে র্যাব নাটোর ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ বিষয়ে ফরহাদ হোসেন বলেন, গতকাল দিবাগত রাতে উপজেলার চাঁচকৈড় বাজার এলাকায় র্যাব নাটোর ক্যাম্প ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। এ সময় মেসার্স ভাই ভাই গুড় কারখানার স্বত্বাধিকারী মো. দোলোয়ার হোসেনকে (৫৫) ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ওই এলাকার মেসার্স আজিজ সোনার গুড় কারখানা থেকে নয় হাজার কেজি ভেজাল গুড় ও ১৮ হাজার কেজি ভেজাল চিনির সিরাপ জব্দ করা হয়েছে। পরে ওই কারখানার স্বত্বাধিকারী মো. সুজন সোনাকে (২৬) ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ফরহাদ হোসেন আরও বলেন, অভিযান শেষে জব্দ করা ভেজাল গুড় ও অন্যান্য দ্রব্যাদি ধ্বংস করা হয়েছে।
এ বিষয়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর বলেন, জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নাটোরের গুরুদাসপুরে অভিযান চালিয়ে নয় হাজার কেজি ভেজাল গুড় জব্দ করা হয়েছে। এ সময় দুই গুড় ব্যবসায়ীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন।
গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার চাঁচকৈড় বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে র্যাব নাটোর ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ বিষয়ে ফরহাদ হোসেন বলেন, গতকাল দিবাগত রাতে উপজেলার চাঁচকৈড় বাজার এলাকায় র্যাব নাটোর ক্যাম্প ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। এ সময় মেসার্স ভাই ভাই গুড় কারখানার স্বত্বাধিকারী মো. দোলোয়ার হোসেনকে (৫৫) ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ওই এলাকার মেসার্স আজিজ সোনার গুড় কারখানা থেকে নয় হাজার কেজি ভেজাল গুড় ও ১৮ হাজার কেজি ভেজাল চিনির সিরাপ জব্দ করা হয়েছে। পরে ওই কারখানার স্বত্বাধিকারী মো. সুজন সোনাকে (২৬) ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ফরহাদ হোসেন আরও বলেন, অভিযান শেষে জব্দ করা ভেজাল গুড় ও অন্যান্য দ্রব্যাদি ধ্বংস করা হয়েছে।
এ বিষয়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর বলেন, জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন জুলাই আন্দোলনে আহতরা। আজ রোববার সকাল থেকে তাঁরা সেখানে অবস্থান নিয়েছেন। এ সময় জুলাই সনদ প্রকাশের দাবিও জানান তাঁরা।
১৫ মিনিট আগেনোয়াখালীর হাতিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকার করায় ৩০ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তাঁদের দুটি মাছ ধরার ট্রলার ও ৫০ মণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পরে ট্রলার দুটির মালিককে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
১৯ মিনিট আগেমাদারীপুর জেলার শিবচরে পৃথক দুই স্থান থেকে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য দুটি লাশই পাঠানো হয় ২৫০ জেলা হাসপাতালের মর্গে।
২৬ মিনিট আগেভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম গোলাম মোর্তুজা। তিনি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। আজ রোববার সকালে ভারতে যাওয়ার সময় দর্শনার জয়নগর ইমিগ্রেশন থেকে গোলাম মোর্তুজাকে গ্র
৩১ মিনিট আগে