Ajker Patrika

নওগাঁয় কোটা সংস্কার আন্দোলনের মিছিলে শিক্ষার্থীদের ওপর হামলা

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ১৮ জুলাই ২০২৪, ২০: ৩৭
নওগাঁয় কোটা সংস্কার আন্দোলনের মিছিলে শিক্ষার্থীদের ওপর হামলা

কোটা সংস্কারের দাবি ও সারা দেশে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় বের হওয়া বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার দুপুরের দিকে শহরের হাট-নওগাঁ উচ্চবিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গোস্তহাটির মোড় হয়ে পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। 

আন্দোলনকারী জানান, কোটা সংস্কারের দাবিতে ও দেশের বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে নওগাঁর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হাট-নওগাঁ উচ্চবিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গোস্তহাটির মোড় হয়ে পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে স্থানীয় ছাত্রলীগ নেতাদের নেতৃত্বে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। হামলায় ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। 

আন্দোলনকারী শিক্ষার্থী আতিকুল ইসলাম বলেন, ‘কোটা সংস্কার ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মিছিল বের করে। এ সময় হঠাৎ শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতা-কর্মীরা।’ 

এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার আহত শিক্ষার্থীদের দেখতে নওগাঁ জেনারেল হাসপাতালে যান জেলা বিএনপির আহ্বায়ক  আবু বক্কর সিদ্দিক ও সদস্যসচিব বায়েজিদ হোসেন। এ সময় তাদের সঙ্গে নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আমিনুল হক বেলাল, শফিউল আজম (ভিপি) রানা, যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপুসহ অন্যান্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন। 

আবু বক্কর সিদ্দিক বলেন, ন্যায্য একটা দাবিতে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে। নওগাঁয় আজকে যে হামলা হয়েছে তা অত্যন্ত বর্বরোচিত। আহতদের মধ্যে দুজন অবস্থা আশঙ্কাজনক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই কঠিন সময়ে শিক্ষার্থীদের পাশে রয়েছে বিএনপি বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত