নওগাঁ প্রতিনিধি
কোটা সংস্কারের দাবি ও সারা দেশে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় বের হওয়া বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরের দিকে শহরের হাট-নওগাঁ উচ্চবিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গোস্তহাটির মোড় হয়ে পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে।
আন্দোলনকারী জানান, কোটা সংস্কারের দাবিতে ও দেশের বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে নওগাঁর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হাট-নওগাঁ উচ্চবিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গোস্তহাটির মোড় হয়ে পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে স্থানীয় ছাত্রলীগ নেতাদের নেতৃত্বে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। হামলায় ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
আন্দোলনকারী শিক্ষার্থী আতিকুল ইসলাম বলেন, ‘কোটা সংস্কার ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মিছিল বের করে। এ সময় হঠাৎ শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতা-কর্মীরা।’
এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার আহত শিক্ষার্থীদের দেখতে নওগাঁ জেনারেল হাসপাতালে যান জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক ও সদস্যসচিব বায়েজিদ হোসেন। এ সময় তাদের সঙ্গে নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আমিনুল হক বেলাল, শফিউল আজম (ভিপি) রানা, যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপুসহ অন্যান্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আবু বক্কর সিদ্দিক বলেন, ন্যায্য একটা দাবিতে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে। নওগাঁয় আজকে যে হামলা হয়েছে তা অত্যন্ত বর্বরোচিত। আহতদের মধ্যে দুজন অবস্থা আশঙ্কাজনক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই কঠিন সময়ে শিক্ষার্থীদের পাশে রয়েছে বিএনপি বলেও জানান তিনি।
কোটা সংস্কারের দাবি ও সারা দেশে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় বের হওয়া বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরের দিকে শহরের হাট-নওগাঁ উচ্চবিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গোস্তহাটির মোড় হয়ে পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে।
আন্দোলনকারী জানান, কোটা সংস্কারের দাবিতে ও দেশের বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে নওগাঁর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হাট-নওগাঁ উচ্চবিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গোস্তহাটির মোড় হয়ে পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে স্থানীয় ছাত্রলীগ নেতাদের নেতৃত্বে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। হামলায় ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
আন্দোলনকারী শিক্ষার্থী আতিকুল ইসলাম বলেন, ‘কোটা সংস্কার ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মিছিল বের করে। এ সময় হঠাৎ শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতা-কর্মীরা।’
এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার আহত শিক্ষার্থীদের দেখতে নওগাঁ জেনারেল হাসপাতালে যান জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক ও সদস্যসচিব বায়েজিদ হোসেন। এ সময় তাদের সঙ্গে নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আমিনুল হক বেলাল, শফিউল আজম (ভিপি) রানা, যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপুসহ অন্যান্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আবু বক্কর সিদ্দিক বলেন, ন্যায্য একটা দাবিতে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে। নওগাঁয় আজকে যে হামলা হয়েছে তা অত্যন্ত বর্বরোচিত। আহতদের মধ্যে দুজন অবস্থা আশঙ্কাজনক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই কঠিন সময়ে শিক্ষার্থীদের পাশে রয়েছে বিএনপি বলেও জানান তিনি।
চট্টগ্রাম নগরীতে চলন্ত অটোরিকশায় পেট্রল বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এতে দুই নারী যাত্রী দগ্ধ হয়েছেন। আজ রোববার ভোরে নগরীর বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো চামড়ার গুদামসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। দগ্ধ যাত্রীরা হলেন লায়লা বেগম (৫০) ও তাঁর পুত্রবধূ ঝরনা বেগম (৩০)। তাঁরা রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের
৮ মিনিট আগেরাজশাহী জেলা পুলিশ লাইনসের ব্যারাকের শৌচাগারে এক কনস্টেবলের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। মাসুদ রানা (৩৪) নামের ওই কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানাচ্ছে। আজ রোববার সকালে ব্যারাকের শৌচাগারে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। মাসুদ রানা রাজশাহীর বাগমারা থানার যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত
৩৮ মিনিট আগেরাজধানীর ওয়ারীর একটি বাসা থেকে মোহাম্মদ মুঈদ (৩২) ও স্ত্রী আইরিন আক্তার রত্না (৩৫) নামে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৯টার দিকে ওয়ারী থানার ওয়ার স্ট্রিটের জমজম টাওয়ারের পাঁচতলার একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
৩৯ মিনিট আগেগত ১৮ ফেব্রুয়ারি বহিরাগত সন্ত্রাসী কর্তৃক শিক্ষার্থীদের ওপর হামলা ও আহত করা, ভিসিসহ শিক্ষকদের লাঞ্ছিত ও প্রতিটি বিশৃঙ্খল ঘটনার সঙ্গে জড়িতদের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে শিক্ষকেরা পাঠদানে ফিরবেন না বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
১ ঘণ্টা আগে