Ajker Patrika

ভাঙ্গুড়ায় জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
আপডেট : ২৮ জুন ২০২২, ২২: ৩৫
ভাঙ্গুড়ায় জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

পাবনার ভাঙ্গুড়ায় দিনব্যাপী অভিযান চালিয়ে প্রায় ২ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের ৫৩টি চায়না দুয়ারি জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার বড়াল নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। 

জানা গেছে, বড়াল নদীতে বন্যার পানি আসায় এক শ্রেণির অসাধু মৎস্যজীবী নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহার করে মাছ শিকার করে আসছিল। এই জাল দিয়ে ছোট-বড় সব মাছ নিমেষেই ধরা পড়ায় হুমকির মুখে পড়ে দেশীয় প্রজাতির মাছ। তাই উপজেলা প্রশাসনের নির্দেশে থানা–পুলিশের সহায়তায় আজ মঙ্গলবার উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদার নেতৃত্বে উপজেলার বড়াল নদীতে অভিযান পরিচালনা করা হয়। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত অভিযানে ৫৩টি চায়না জাল জব্দ করা হয়। পরে উপজেলার চর ভাঙ্গুড়া নদীর ঘাটে জনসম্মুখে পুড়িয়ে তা ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় মূল্য প্রায় ২ লাখ ৬৫ হাজার টাকা। 

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা আজকের পত্রিকাকে বলেন, ক্ষতিকর এ জাল ব্যবহার করে যেন কেউ মাছ শিকার করতে না পারে সে জন্য এ অভিযান অব্যাহত রাখা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত