Ajker Patrika

রাবির নতুন উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব

রাবি প্রতিনিধি
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৮: ৪২
রাবির নতুন উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৫তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ্ হাসান নকীব। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাঁকে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩–এর ১১ (২) ধারা অনুযায়ী পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীবকে বিশ্ববিদ্যালয়ে সাময়িকভাবে উপাচার্য পদে পাঁচ শর্তে নিয়োগ প্রদান করা হলো। 

শর্তগুলো হলো—ক. উপাচার্য পদে এ নিয়োগ যোগদানের তারিখ হতে কার্যকর হবে। খ. উপর্যুক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন। গ. তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। ঘ. তিনি বিশ্ববিদ্যালয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। ঙ. মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। 

অধ্যাপক সালেহ্ হাসান নকীব কয়েক বছর ধরে ক্যাম্পাস ও দেশের নানা অনিয়ম, দুর্নীতি, অবিচার ও নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। সাম্প্রতিক সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ও শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে তাঁকে শিক্ষার্থীদের সঙ্গে রাজপথে দেখা গেছে।

অধ্যাপক সালেহ্ হাসান নকীব জাতীয়বাদী শিক্ষক ফোরামের সদস্য ছিলেন। তবে গত ১১ আগস্ট তিনি সদস্যপদ প্রত্যাহার করেন। তিনি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি বরাবর এক এক ফেসবুক পোস্টে লিখেন, ‘আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে আমার নাম থাকুক, সেটা চাচ্ছি না। এই ব্যাপারে আপনাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।’ ওই পোস্টে তিনি সদস্য হিসেবে না থাকার কারণও উল্লেখ করেছেন। 

অধ্যাপক নকীব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ১৯৯৮ সালে একই বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। ২০০৩ সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। পরে ২০১১ সালে তিনি অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। 

এর আগে গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট পদত্যাগ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত