Ajker Patrika

প্রেমে ব্যর্থ হয়ে কিশোরের আত্মহত্যা

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১৫: ০৮
প্রেমে ব্যর্থ হয়ে কিশোরের আত্মহত্যা

রাজশাহীর চারঘাট উপজেলায় প্রেমে ব্যর্থ হয়ে পারভেজ রানা (১৭) নামে এক স্কুল পড়ুয়া কিশোর কীটনাশক পান করে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। 

পারভেজ রানা উপজেলার চামটা গ্রামের আব্দুর রশিদের ছেলে। স্থানীয় শলুয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল সে। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পারভেজ রানা তার একই ক্লাসের এক ছাত্রীকে পছন্দ করত। ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে বারবার প্রত্যাখ্যাত হচ্ছিল। প্রেমঘটিত এ বিষয় নিয়ে কিছুদিন যাবৎ হতাশায় ভুগছিল। সর্বশেষ গত মঙ্গলবার ওই ছাত্রী তার সঙ্গে কথা না বলায় ব্লেড দিয়ে হাতের বিভিন্ন স্থানে কাটাকাটি করে সে। পরিবার থেকে তাকে বোঝানোর চেষ্টা করলে পরদিন, অর্থাৎ বুধবার সকালে জমিতে দেওয়া  কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে পারভেজ। 

এ সময় পরিবারের সদস্যরা টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক পারভেজকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আজ বৃহস্পতিবার ভোর ৪টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে সে। 

চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. নাসরুমা বলেন, `পারভেজ নামের ওই শিক্ষার্থীকে আমরা কয়েকবার ওয়াশ করে বিষ বের করার চেষ্টা করেছি। তার পরও অবস্থা খারাপের দিকে যাওয়ায় তাকে রাজশাহী হাসপাতালে পাঠানো হয়েছিল।'

শলুয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক বুলবুল আহমেদ বলেন, `পারভেজ দশম শ্রেণিতে পড়ত। ইদানীং সে নিয়মিত স্কুলে আসত না। সকালে শুনলাম সে বিষপানে মারা গেছে।'

স্থানীয় ইউপি সদস্য আশরাফ আলী বলেন, পারভেজ নামের ওই ছাত্র প্রেমঘটিত বিষয়ে কীটনাশক পান করেছিল। আজ ভোর ৪টায় রাজশাহী হাসপাতালে মারা গেছে। 

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, `ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে পরিবার থেকে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। রাজশাহী হাসপাতালে মৃত্যুবরণ করায় লাশ এখনো সেখানে আছে।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত