চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর চারঘাট উপজেলায় প্রেমে ব্যর্থ হয়ে পারভেজ রানা (১৭) নামে এক স্কুল পড়ুয়া কিশোর কীটনাশক পান করে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
পারভেজ রানা উপজেলার চামটা গ্রামের আব্দুর রশিদের ছেলে। স্থানীয় শলুয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল সে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পারভেজ রানা তার একই ক্লাসের এক ছাত্রীকে পছন্দ করত। ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে বারবার প্রত্যাখ্যাত হচ্ছিল। প্রেমঘটিত এ বিষয় নিয়ে কিছুদিন যাবৎ হতাশায় ভুগছিল। সর্বশেষ গত মঙ্গলবার ওই ছাত্রী তার সঙ্গে কথা না বলায় ব্লেড দিয়ে হাতের বিভিন্ন স্থানে কাটাকাটি করে সে। পরিবার থেকে তাকে বোঝানোর চেষ্টা করলে পরদিন, অর্থাৎ বুধবার সকালে জমিতে দেওয়া কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে পারভেজ।
এ সময় পরিবারের সদস্যরা টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক পারভেজকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আজ বৃহস্পতিবার ভোর ৪টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে সে।
চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. নাসরুমা বলেন, `পারভেজ নামের ওই শিক্ষার্থীকে আমরা কয়েকবার ওয়াশ করে বিষ বের করার চেষ্টা করেছি। তার পরও অবস্থা খারাপের দিকে যাওয়ায় তাকে রাজশাহী হাসপাতালে পাঠানো হয়েছিল।'
শলুয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক বুলবুল আহমেদ বলেন, `পারভেজ দশম শ্রেণিতে পড়ত। ইদানীং সে নিয়মিত স্কুলে আসত না। সকালে শুনলাম সে বিষপানে মারা গেছে।'
স্থানীয় ইউপি সদস্য আশরাফ আলী বলেন, পারভেজ নামের ওই ছাত্র প্রেমঘটিত বিষয়ে কীটনাশক পান করেছিল। আজ ভোর ৪টায় রাজশাহী হাসপাতালে মারা গেছে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, `ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে পরিবার থেকে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। রাজশাহী হাসপাতালে মৃত্যুবরণ করায় লাশ এখনো সেখানে আছে।'
রাজশাহীর চারঘাট উপজেলায় প্রেমে ব্যর্থ হয়ে পারভেজ রানা (১৭) নামে এক স্কুল পড়ুয়া কিশোর কীটনাশক পান করে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
পারভেজ রানা উপজেলার চামটা গ্রামের আব্দুর রশিদের ছেলে। স্থানীয় শলুয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল সে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পারভেজ রানা তার একই ক্লাসের এক ছাত্রীকে পছন্দ করত। ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে বারবার প্রত্যাখ্যাত হচ্ছিল। প্রেমঘটিত এ বিষয় নিয়ে কিছুদিন যাবৎ হতাশায় ভুগছিল। সর্বশেষ গত মঙ্গলবার ওই ছাত্রী তার সঙ্গে কথা না বলায় ব্লেড দিয়ে হাতের বিভিন্ন স্থানে কাটাকাটি করে সে। পরিবার থেকে তাকে বোঝানোর চেষ্টা করলে পরদিন, অর্থাৎ বুধবার সকালে জমিতে দেওয়া কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে পারভেজ।
এ সময় পরিবারের সদস্যরা টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক পারভেজকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আজ বৃহস্পতিবার ভোর ৪টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে সে।
চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. নাসরুমা বলেন, `পারভেজ নামের ওই শিক্ষার্থীকে আমরা কয়েকবার ওয়াশ করে বিষ বের করার চেষ্টা করেছি। তার পরও অবস্থা খারাপের দিকে যাওয়ায় তাকে রাজশাহী হাসপাতালে পাঠানো হয়েছিল।'
শলুয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক বুলবুল আহমেদ বলেন, `পারভেজ দশম শ্রেণিতে পড়ত। ইদানীং সে নিয়মিত স্কুলে আসত না। সকালে শুনলাম সে বিষপানে মারা গেছে।'
স্থানীয় ইউপি সদস্য আশরাফ আলী বলেন, পারভেজ নামের ওই ছাত্র প্রেমঘটিত বিষয়ে কীটনাশক পান করেছিল। আজ ভোর ৪টায় রাজশাহী হাসপাতালে মারা গেছে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, `ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে পরিবার থেকে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। রাজশাহী হাসপাতালে মৃত্যুবরণ করায় লাশ এখনো সেখানে আছে।'
পাবনার ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়া অঞ্চল ইপিজেডে এলিগ্যান্ট স্পিনিং অ্যান্ড টেক্সটাইল লিমিটেড নামের একটি কারখানার ৪৪ জন শ্রমিককে চাকরিচ্যুত করার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার পাকশীতে ঈশ্বরদী ইপিজেডে কারখানার সামনে চাকরিচ্যুত শ্রমিকেরা এ কর্মসূচি পালন করে
৯ মিনিট আগেলালমনিরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাময়িক বরখাস্ত হওয়া নাজির ইয়াসিন আরাফাতকে ৪৮ ঘণ্টার মধ্যে স্থায়ী বরখাস্তের দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
৯ মিনিট আগেচট্টগ্রামে ১৬ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (২৩ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭–এর বিচারক ফেরদৌস আরা এই আদেশ দেন। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. কফিল উদ্
১৯ মিনিট আগেরাজধানীর প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলামকে (২০) গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছেন র্যাব-১৩–এর সদস্যরা। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের এরশাদ হোসেনের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২১ মিনিট আগে