শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে ক্ষুদ্র চাতাল ব্যবসায়ীদের কাছ থেকে বাকিতে চাল নিয়ে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করেন রবিউল ইসলাম। কয়েক মাসে প্রায় আড়াই কোটি টাকা বাকিতে চাল নিয়ে দুই দিন ধরে তাঁর আর খোঁজ মিলছে না। এতে দুশ্চিন্তায় পড়েছেন অন্তত ৬০ জন ক্ষুদ্র চাল ব্যবসায়ী। প্রতিকার চেয়ে গতকাল রোববার রাতে তাঁরা রবিউলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। স্বজনেরাও রবিউলের খোঁজ না পেয়ে উদ্বিগ্ন।
ক্ষুদ্র চাল ব্যবসায়ীরা জানান, উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা বাজার এলাকায় মারিয়া সুপার শপ নামের একটি প্রতিষ্ঠানের মালিক রবিউল ইসলাম। তিনি এলাকার ক্ষুদ্র চাতাল ব্যবসায়ীদের কাছ থেকে বাকিতে চাল নেন। ‘গুড ফুড’ নামে মোড়কজাত করে সেগুলো ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকেন। সপ্তাহ শেষে তিনি চাতাল ব্যবসায়ীদের টাকা পরিশোধ করেন। কিন্তু গত দুই সপ্তাহ টাকা পরিশোধ না করায় তাঁর বকেয়া আড়াই কোটি টাকা ছাড়িয়ে গেছে। এর মধ্যেই পাঁচ দিন ধরে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাতে পুঁজি হারানোর আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
স্থানীয় ক্ষুদ্র চাল ব্যবসায়ী লিয়াকত আলী বলেন, রবিউল ইসলাম তাঁর কাছ থেকে ৬ লাখ ৬৪ হাজার টাকার চাল বাকিতে নিয়েছেন। তাঁর মত এলাকার অন্তত ৬০ জন ক্ষুদ্র চাল ব্যবসায়ীর কাছে তিনি বাকিতে নিয়েছেন অন্তত আড়াই কোটি টাকার চাল। গত বৃহস্পতিবার চালের বাকি টাকা পরিশোধ করার কথা ছিল। কিন্তু তাঁর কোনো খোঁজ নেই। তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানও বন্ধ। বাড়িতে খোঁজ নিয়েও তাঁকে পাওয়া যায়নি। অবশেষে টাকা উদ্ধারের জন্য তিনি গতকাল রোববার রাতে থানায় রবিউল ইসলামের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ক্ষুদ্র চাল ব্যবসায়ীদের মধ্যে আবুল হোসেন ও বাবলু শেখ বলেন, প্রতি সপ্তাহে রবিউল ইসলাম তাঁদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকার চাল নিয়ে ঢাকায় বিক্রি করেন। এতদিন নিয়মিত টাকা পরিশোধ করতেন। কিন্তু দুই সপ্তাহ ধরে চালের বাকি টাকা পরিশোধ না করে রবিউল ইসলাম ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন। তাতে তাঁদের মতো স্থানীয় অন্তত ৬০ জন ক্ষুদ্র চাল ব্যবসায়ী মূলধন হারানোর আশঙ্কায় আছেন।
এদিকে রবিউলের নিখোঁজের ঘটনায় উদ্বিগ্ন তাঁর পরিবারের সদস্যরাও। তাঁর ভাই জাহাঙ্গীর আলম বলেন, ‘গত বৃহস্পতিবার চালের বাকি টাকা আদায়ের জন্য ঢাকায় যায় রবিউল। গত শনিবার স্থানীয় এক চাল ব্যবসায়ীর সঙ্গে রবিউলের কথা হয়েছে। এরপর গত শনিবার রাত থেকে তার দুটি মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে থানা-পুলিশের শরণাপন্ন হয়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় গতকাল রোববার রাতে লিখিত অভিযোগ পাওয়া গেছে। সে অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বগুড়ার শেরপুরে ক্ষুদ্র চাতাল ব্যবসায়ীদের কাছ থেকে বাকিতে চাল নিয়ে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করেন রবিউল ইসলাম। কয়েক মাসে প্রায় আড়াই কোটি টাকা বাকিতে চাল নিয়ে দুই দিন ধরে তাঁর আর খোঁজ মিলছে না। এতে দুশ্চিন্তায় পড়েছেন অন্তত ৬০ জন ক্ষুদ্র চাল ব্যবসায়ী। প্রতিকার চেয়ে গতকাল রোববার রাতে তাঁরা রবিউলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। স্বজনেরাও রবিউলের খোঁজ না পেয়ে উদ্বিগ্ন।
ক্ষুদ্র চাল ব্যবসায়ীরা জানান, উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা বাজার এলাকায় মারিয়া সুপার শপ নামের একটি প্রতিষ্ঠানের মালিক রবিউল ইসলাম। তিনি এলাকার ক্ষুদ্র চাতাল ব্যবসায়ীদের কাছ থেকে বাকিতে চাল নেন। ‘গুড ফুড’ নামে মোড়কজাত করে সেগুলো ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকেন। সপ্তাহ শেষে তিনি চাতাল ব্যবসায়ীদের টাকা পরিশোধ করেন। কিন্তু গত দুই সপ্তাহ টাকা পরিশোধ না করায় তাঁর বকেয়া আড়াই কোটি টাকা ছাড়িয়ে গেছে। এর মধ্যেই পাঁচ দিন ধরে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাতে পুঁজি হারানোর আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
স্থানীয় ক্ষুদ্র চাল ব্যবসায়ী লিয়াকত আলী বলেন, রবিউল ইসলাম তাঁর কাছ থেকে ৬ লাখ ৬৪ হাজার টাকার চাল বাকিতে নিয়েছেন। তাঁর মত এলাকার অন্তত ৬০ জন ক্ষুদ্র চাল ব্যবসায়ীর কাছে তিনি বাকিতে নিয়েছেন অন্তত আড়াই কোটি টাকার চাল। গত বৃহস্পতিবার চালের বাকি টাকা পরিশোধ করার কথা ছিল। কিন্তু তাঁর কোনো খোঁজ নেই। তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানও বন্ধ। বাড়িতে খোঁজ নিয়েও তাঁকে পাওয়া যায়নি। অবশেষে টাকা উদ্ধারের জন্য তিনি গতকাল রোববার রাতে থানায় রবিউল ইসলামের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ক্ষুদ্র চাল ব্যবসায়ীদের মধ্যে আবুল হোসেন ও বাবলু শেখ বলেন, প্রতি সপ্তাহে রবিউল ইসলাম তাঁদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকার চাল নিয়ে ঢাকায় বিক্রি করেন। এতদিন নিয়মিত টাকা পরিশোধ করতেন। কিন্তু দুই সপ্তাহ ধরে চালের বাকি টাকা পরিশোধ না করে রবিউল ইসলাম ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন। তাতে তাঁদের মতো স্থানীয় অন্তত ৬০ জন ক্ষুদ্র চাল ব্যবসায়ী মূলধন হারানোর আশঙ্কায় আছেন।
এদিকে রবিউলের নিখোঁজের ঘটনায় উদ্বিগ্ন তাঁর পরিবারের সদস্যরাও। তাঁর ভাই জাহাঙ্গীর আলম বলেন, ‘গত বৃহস্পতিবার চালের বাকি টাকা আদায়ের জন্য ঢাকায় যায় রবিউল। গত শনিবার স্থানীয় এক চাল ব্যবসায়ীর সঙ্গে রবিউলের কথা হয়েছে। এরপর গত শনিবার রাত থেকে তার দুটি মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে থানা-পুলিশের শরণাপন্ন হয়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় গতকাল রোববার রাতে লিখিত অভিযোগ পাওয়া গেছে। সে অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রথমে নাহারুল মিথ্যা নাম-পরিচয় দিলেও পরবর্তীতে বায়োমেট্রিক যাচাই ও নথিপত্র বিশ্লেষণের মাধ্যমে তার প্রকৃত পরিচয় নিশ্চিত করা হয়। জানা যায়, তিনি ২০২২ সালের একটি ডাকাতি ও হত্যা মামলার অন্যতম প্রধান আসামি।
৯ মিনিট আগেরোববার সকাল ৯টা। পালপাড়া ঘাটে জমেছে মানুষের ভিড়। কাঁধে ব্যাগ, হাতে বই, সন্তর্পণে পা ফেলে সাঁকো পার হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। কেউ সাইকেলে, কেউ মোটরসাইকেলে—সবারই চোখেমুখে উৎকণ্ঠা। ভারী যানবাহনের কোনো সুযোগ নেই। বর্ষায় সাঁকো ডুবে গেলে ভরসা শুধু নৌকা।
৩৯ মিনিট আগে১ এপ্রিল রবিউল গোদাগাড়ীর আচুয়াভাটা গ্রামে বাবার বাড়িতে অসুস্থ দাদিকে দেখতে যান। এ সময় পূর্ব শত্রুতার জেরে ভাতিজা কাউসার আহমেদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রবিউল ধারালো হাঁসুয়া এনে কাউসারকে কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
১ ঘণ্টা আগেশুষ্ক মৌসুমে নাব্যতা সংকটের কারণে ভাটার সময় ফেরি ও পন্টুন চরে আটকে যায়, ফলে যানবাহন পারাপারে বিঘ্ন সৃষ্টি হয়। তাই কর্ণফুলী নদীতে ড্রেজিং এর কাজের জন্য বিগত ৫ দিন ফেরি চলাচল বন্ধ রাখতে হয়েছে।’
২ ঘণ্টা আগে