Ajker Patrika

ছুটি শেষে শ্রেণিকক্ষ খুলতেই মিলল অজগর, পিটিয়ে হত্যা 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০৩ জুলাই ২০২৪, ১৭: ০৯
ছুটি শেষে শ্রেণিকক্ষ খুলতেই মিলল অজগর, পিটিয়ে হত্যা 

রাজশাহীর বাগমারা উপজেলার মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে একটি অজগর সাপ (ইন্ডিয়ান পাইথন) পাওয়া গেছে। পরে স্থানীয়রা সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন।

আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে প্রাথমিক বিদ্যালয়টির পঞ্চম শ্রেণিকক্ষে সাপটিকে দেখা যায়। এ নিয়ে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে 

স্থানীয়রা জানান, বারনই নদীর তীরবর্তী এলাকায় মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীর পানিতে ভেসে আসে অজগরটি। এরপর এটি বিদ্যালয়টির শ্রেণিকক্ষে আশ্রয় নেয়। ২০ দিন ছুটি শেষে আজ সকালে শ্রেণিকক্ষের তালা খোলা হলে সাপটিকে দেখা যায়। এরপর স্থানীয়রা সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। তারপরও কোমলমতি শিক্ষার্থীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিকুজ্জামান মানিক আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল ৯টার দিকে স্কুলের পিয়ন রয়েল কারিগর প্রতিদিনের মতো পঞ্চম শ্রেণির ক্লাসরুম দরজা খুলে দেন। এরপর শিক্ষার্থীরা ক্লাসে নিজ নিজ আসনে বসে। এরপর হঠাৎ শিক্ষার্থীদের মধ্যে কে একজন দেখতে পায় সাপ। এ সময় শিক্ষার্থীরা চিৎকার দিয়ে বাইরে বের হয়ে আসে। পরে স্থানীয়রা সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। এরপর শিক্ষার্থীরা ক্লাসরুমে যায়।’

রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে জেলা-উপজেলা পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানদের সাপ বিষয়ে সতর্ক থাকার জন্য বলা হবে।’

তিনি জানান, গ্রীষ্মকালীন ছুটি ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১৩ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ২০ দিন সব ধরনের ক্লাস বন্ধ ছিল। আজ বুধবার প্রাথমিক বিদ্যালয় খুলেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত