Ajker Patrika

যমুনা নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি
Thumbnail image

সিরাজগঞ্জের চৌহালীতে বাঁধ নির্মাণ প্রকল্পে কাজ করতে গিয়ে নৌকা থেকে পড়ে যমুনা নদীতে নিখোঁজ শ্রমিক আকবর আলীর (৬০) লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। গত বৃহস্পতিবার নিখোঁজ হলে আজ রোববার বিকেলে এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।

সিরাজগঞ্জের চৌহালীতে বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ করতে গিয়ে নৌকা থেকে পড়ে যমুনা নদীতে নিখোঁজ শ্রমিক আকবর আলী (৬০) লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। 

আজ রোববার বিকেলে উপজেলার জনতা উচ্চ বিদ্যালয়সংলগ্ন যমুনা নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে স্বজন ও নৌ পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে। 

শ্রমিক আকবর আলী কুষ্টিয়ার খোকশা উপজেলার কোমরভোগ গ্রামের মৃত কাছেদ আলীর ছেলে।

এ বিষয়ে জানতে চাইলে চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সামছুল হক আজকের পত্রিকাকে বলেন, গত বৃহস্পতিবার বিকেলে চৌহালী উপজেলার জোতপাড়া এলাকায় বাঁধের কাজ করতে আসা এক শ্রমিক নৌকা থেকে পড়ে নিখোঁজ হন। আজ রোববার বিকেলে জনতা উচ্চ বিদ্যালয়সংলগ্ন যমুনা নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত