বগুড়া প্রতিনিধি
আজ বুধবার সকাল সাড়ে ৮টা থেকে বগুড়ার দুটি সংসদীয় আসনে (বগুড়া-৪ ও বগুড়া-৬) ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে ভোট গ্রহণ শুরুর কয়েক ঘণ্টা পেরোলেও ভোটার উপস্থিতি একেবারেই কম। গ্রাম ও শহরের ভোটকেন্দ্রগুলোতে একই চিত্র লক্ষ করা গেছে।
দুটি আসনের বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের মধ্যে আগ্রহ কম। তবে দুপুরের পর অনেকেই ভোটকেন্দ্রে যাবেন বলে জানিয়েছেন। বগুড়া শহরের কাটনারপাড়া এলাকায় কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা যায়, কোনো প্রার্থী কিংবা প্রার্থীর এজেন্ট তাঁদের কাছে ভোট চাইতে যাননি। এ কারণে তাঁরা নিজ নিজ কাজে যোগ দিয়েছেন। তাঁরা ভোট দিতে যাবেন কি না, এখনো সিদ্ধান্ত নেননি।
বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার ভোটকেন্দ্র করনেশন ইনস্টিটিউটের প্রিসাইডিং অফিসার শফিকুল ইসলাম বলেন, তাঁর কেন্দ্রে ৩ হাজার ৮২৫ জন ভোটের মধ্যে দুই ঘণ্টায় ভোট পড়েছে ১০০টি।
শহরের শিববাটি হাসনা জাহান বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার নুরুল ইসলাম বলেন, তাঁর কেন্দ্রে ৩ হাজার ৫০০ ভোটের মধ্যে দেড় ঘণ্টায় ভোট পড়েছে ৫৬টি।
শহরের জলেশ্বরীতলা প্রি ক্যাডেট হাইস্কুল কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আবুল হোসেন বলেন, ২ হাজার ৪৭৩ জন ভোটারের মধ্যে দুই ঘণ্টায় ভোট পড়েছে ৩০টি।
সদরের নামুজা ইউনিয়নের ভান্ডারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আশিকুল ইসলাম বলেন, ১ হাজার ৭০০ ভোটারের মধ্যে দুই ঘণ্টায় ভোট পড়েছে ১৫০টি।
একই ইউনিয়নের ধলমোহনী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আশিষ কুমার সরকার বলেন, দুই ঘণ্টায় কেন্দ্রে ভোট পড়েছে ৪ দশমিক ৯৭ শতাংশ। এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ১৫৬ জন।
বগুড়া-৪ আসনের কাহালু উপজেলার মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার তন্ময় কুমার বলেন, সকাল সাড়ে ১০টা পর্যন্ত সেখানে ভোট পড়েছে ৪০টি। এই কেন্দ্রে ভোটার ২ হাজার ১৬৮ জন।
বীরকেদার কেএমইউসি দাখিল মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বলেন, ভোটার উপস্থিতি খুব কম। ৪ হাজার ৪০৬ ভোটের মধ্যে দুই ঘণ্টায় ৪৮ জন ভোট দিয়েছেন।
নন্দীগ্রাম উপজেলার ধুন্দার হাইস্কুল কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আব্দুল আলিম বলেন, ভোটার উপস্থিতি একেবারেই কম। ৬২ জন ভোট দিয়েছেন ১০টা ৪০ মিনিট পর্যন্ত। এই কেন্দ্রে ভোটার ৩ হাজার ৪৬ জন।
উল্লেখ্য, বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য পদত্যাগ করায় শূন্য আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ হচ্ছে।
এবারের উপনির্বাচনে বগুড়া-৬ আসনে আলোচনায় আছেন নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রাগেবুল আহসান, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী নূরুল ইসলাম ওমর, স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের আব্দুল মান্নান আকন্দ এবং একতারা প্রতীক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত-সমালোচিত আশরাফুল আলম (হিরো আলম)।
বগুড়া-৪ আসনে আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই। আলোচনায় আছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট থেকে সমর্থন দেওয়া মশাল প্রতীকের জাসদ প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন। এর বাইরে পাঁচজন স্বতন্ত্র প্রার্থী কুড়াল প্রতীকে নির্বাচন করা বিএনপির সাবেক নেতা কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, ট্রাক প্রতীকে আওয়ামী লীগের সাবেক নেতা মো. মোশফিকুর রহমান কাজল এবং দুই আসন থেকেই নির্বাচনে অংশ নেওয়া একতারা প্রতীকের প্রার্থী আশরাফুল আলম (হিরো আলম)।
আজ বুধবার সকাল সাড়ে ৮টা থেকে বগুড়ার দুটি সংসদীয় আসনে (বগুড়া-৪ ও বগুড়া-৬) ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে ভোট গ্রহণ শুরুর কয়েক ঘণ্টা পেরোলেও ভোটার উপস্থিতি একেবারেই কম। গ্রাম ও শহরের ভোটকেন্দ্রগুলোতে একই চিত্র লক্ষ করা গেছে।
দুটি আসনের বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের মধ্যে আগ্রহ কম। তবে দুপুরের পর অনেকেই ভোটকেন্দ্রে যাবেন বলে জানিয়েছেন। বগুড়া শহরের কাটনারপাড়া এলাকায় কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা যায়, কোনো প্রার্থী কিংবা প্রার্থীর এজেন্ট তাঁদের কাছে ভোট চাইতে যাননি। এ কারণে তাঁরা নিজ নিজ কাজে যোগ দিয়েছেন। তাঁরা ভোট দিতে যাবেন কি না, এখনো সিদ্ধান্ত নেননি।
বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার ভোটকেন্দ্র করনেশন ইনস্টিটিউটের প্রিসাইডিং অফিসার শফিকুল ইসলাম বলেন, তাঁর কেন্দ্রে ৩ হাজার ৮২৫ জন ভোটের মধ্যে দুই ঘণ্টায় ভোট পড়েছে ১০০টি।
শহরের শিববাটি হাসনা জাহান বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার নুরুল ইসলাম বলেন, তাঁর কেন্দ্রে ৩ হাজার ৫০০ ভোটের মধ্যে দেড় ঘণ্টায় ভোট পড়েছে ৫৬টি।
শহরের জলেশ্বরীতলা প্রি ক্যাডেট হাইস্কুল কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আবুল হোসেন বলেন, ২ হাজার ৪৭৩ জন ভোটারের মধ্যে দুই ঘণ্টায় ভোট পড়েছে ৩০টি।
সদরের নামুজা ইউনিয়নের ভান্ডারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আশিকুল ইসলাম বলেন, ১ হাজার ৭০০ ভোটারের মধ্যে দুই ঘণ্টায় ভোট পড়েছে ১৫০টি।
একই ইউনিয়নের ধলমোহনী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আশিষ কুমার সরকার বলেন, দুই ঘণ্টায় কেন্দ্রে ভোট পড়েছে ৪ দশমিক ৯৭ শতাংশ। এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ১৫৬ জন।
বগুড়া-৪ আসনের কাহালু উপজেলার মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার তন্ময় কুমার বলেন, সকাল সাড়ে ১০টা পর্যন্ত সেখানে ভোট পড়েছে ৪০টি। এই কেন্দ্রে ভোটার ২ হাজার ১৬৮ জন।
বীরকেদার কেএমইউসি দাখিল মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বলেন, ভোটার উপস্থিতি খুব কম। ৪ হাজার ৪০৬ ভোটের মধ্যে দুই ঘণ্টায় ৪৮ জন ভোট দিয়েছেন।
নন্দীগ্রাম উপজেলার ধুন্দার হাইস্কুল কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আব্দুল আলিম বলেন, ভোটার উপস্থিতি একেবারেই কম। ৬২ জন ভোট দিয়েছেন ১০টা ৪০ মিনিট পর্যন্ত। এই কেন্দ্রে ভোটার ৩ হাজার ৪৬ জন।
উল্লেখ্য, বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য পদত্যাগ করায় শূন্য আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ হচ্ছে।
এবারের উপনির্বাচনে বগুড়া-৬ আসনে আলোচনায় আছেন নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রাগেবুল আহসান, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী নূরুল ইসলাম ওমর, স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের আব্দুল মান্নান আকন্দ এবং একতারা প্রতীক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত-সমালোচিত আশরাফুল আলম (হিরো আলম)।
বগুড়া-৪ আসনে আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই। আলোচনায় আছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট থেকে সমর্থন দেওয়া মশাল প্রতীকের জাসদ প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন। এর বাইরে পাঁচজন স্বতন্ত্র প্রার্থী কুড়াল প্রতীকে নির্বাচন করা বিএনপির সাবেক নেতা কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, ট্রাক প্রতীকে আওয়ামী লীগের সাবেক নেতা মো. মোশফিকুর রহমান কাজল এবং দুই আসন থেকেই নির্বাচনে অংশ নেওয়া একতারা প্রতীকের প্রার্থী আশরাফুল আলম (হিরো আলম)।
নওগাঁর নিয়ামতপুরে শুক্রবার (১৬ মে) রাতের কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুৎ না থাকায় পানির জন্য হাহাকার দেখা দিয়েছে। মোটর অকেজো হয়ে যাওয়ায় এক গ্রাম থেকে আরেক গ্রামে গিয়ে সংগ্রহ করতে হচ্ছে পানি। কোথাও কোথাও ভ্যান কিংবা হেঁটে পানি আনতে দেখা গেছে স্থানীয়দের।
৭ মিনিট আগেরাজশাহীর একটি বালুমহালের ইজারা বাতিলের জন্য জেলা প্রশাসককে (ডিসি) ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক নেতা। আজ রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘রাজশাহীর সর্বোস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এই আল্টিমেটাম দেওয়া হয়। মানববন্ধনে বক্তারা ইজারা...
১৫ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের আশ্বাসে শাহবাগ থানা ছেড়েছেন শিক্ষার্থীরা। আজ রোববার বেলা দেড়টার দিকে শাহবাগ থানার সামনে থেকে সরে যান তাঁরা।
১৯ মিনিট আগেগত বছরের ২৫ নভেম্বর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসকনের বহিষ্কৃত সংগঠক ও সনাতনী জাগরণ জোট নামে একটি সংগঠনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে আটক করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন ২৬ নভেম্বর তাকে চট্টগ্রামের রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এ সময় আদালত..
২৩ মিনিট আগে