Ajker Patrika

রাজশাহীর যুবক আত্মহত্যার পেছনে কৈশোর প্রেমের জের

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ২২: ২০
রাজশাহীর যুবক আত্মহত্যার পেছনে কৈশোর প্রেমের জের

রাজশাহীতে কথিত প্রেমিকার সামনে কীটনাশক পানের পর বুকে ছুরি চালিয়ে যুবক আত্মহত্যার ঘটনার মূলে ছিল কৈশোরের প্রেম। বুধবার নিহত যুবক ও তাঁর প্রেমিকার এলাকায় ঘুরে এ তথ্য পাওয়া যায়। 

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, কৈশোরে আপন মামাতো বোনের প্রেমে পড়েন বুলবুল আহমেদ। গভীর সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা। একসময় সম্পর্কের বিষয়টি পুরো গ্রামে জানাজানি হয়ে যায়। বুলবুলের পারিবারিক অবস্থা ভালো না হওয়ায় প্রেমিকার বাবা বিয়ে দিতে অস্বীকার করেন।

আর মাধ্যমিক শেষ হতে না হতেই প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যায়। বুলবুল এরই মধ্যে অনার্স শেষ করে রাজশাহী কলেজ থেকে মাস্টার্স শুরু করেছেন। আর তাঁর প্রেমিকা এক সন্তানের জননী। সংসার সামলে রাজশাহী সিটি কলেজে অনার্সে ভর্তি হয়েছেন প্রেমিকা।

দীর্ঘদিন পর রাজশাহী শহরে তাঁদের দেখা হয়। সে সুবাদে মাঝেমধ্যে বিভিন্ন স্থানে তাঁদের দুজনের সাক্ষাৎ হতো। সর্বশেষ গত মঙ্গলবার দুপুরে রাজশাহীর লক্ষ্মীপুর মাস্টার শেফ রেস্তোরাঁয় তাঁদের সাক্ষাৎ হয়। একপর্যায়ে বুলবুল তাঁর সেই প্রেমিকার সামনে আত্মহত্যা করেন। 

বুলবুল পুঠিয়া উপজেলার নয়াপাড়া গ্রামের আব্দুল মালেকের একমাত্র ছেলে। আজ বুধবার দুপুরে বুলবুলের মরদেহের ময়নাতদন্তের পর বাদ আসর জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়। 

এ বিষয়ে রাজশাহী মহানগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, বুলবুলের আত্মহত্যার ঘটনায় কোনো পক্ষেরই কোনো অভিযোগ নেই। যার কারণে তাঁর কথিত প্রেমিকাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গত রাতেই তাঁদের পরিবারের কাছে দেওয়া হয়েছে। তবে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত