Ajker Patrika

জয়পুরহাটে শিশুসন্তানকে হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে শিশুসন্তানকে হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ড

জয়পুরহাটে আট বছর বয়সী শিশুছেলেকে হত্যার দায়ে তার বাবাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন। সেই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার দুপুরে আসামির অনুপস্থিতিতে এ রায় দেওয়া হয়।

জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল এ তথ্য জানিয়েছেন।

সাজাপ্রাপ্ত নজরুল ইসলাম লিটন জয়পুরহাট সদর উপজেলার রাজনগর আদর্শগ্রামের নিজাম উদ্দীনের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১০ সালের ১১ নভেম্বর সকালে নজরুল ইসলাম লিটন তাঁর আট বছরের শিশুপুত্র রানাকে কাজ করতে বলেন। কিন্তু রানা কাজ করতে অপারগতা প্রকাশ করলে লিটন ক্ষুব্ধ হয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন। তাতে গুরুতর অসুস্থ হয় রানা। এরপর স্থানীয় চিকিৎসকের কাছে রানাকে চিকিৎসা করানো হয়। কিন্তু ক্রমেই তার অবস্থার অবনতি হয়। তারপর ১৩ নভেম্বর জয়পুরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় রানার মা বুলি আরা বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি ও আইনগত প্রক্রিয়া শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত