Ajker Patrika

এসএসসির ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্রে একই প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
Thumbnail image

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষায় ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্রে একই প্রশ্ন করা হয়েছে। দুটি পরীক্ষাতেই পরীক্ষার্থীদের লিখতে বলা হয়েছে ‘আওয়ার ন্যাশনাল ফ্লাগ’ নিয়ে প্যারাগ্রাফ। এ নিয়ে ক্ষুব্ধ হয়েছে শিক্ষার্থী ও অভিভাবকেরা।

গত ৩ মে ইংরেজি (আবশ্যিক) প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর গতকাল রোববার অনুষ্ঠিত হয় ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা। প্রথমপত্রে ৭ নম্বর প্রশ্নে ‘আওয়ার ন্যাশনাল ফ্লাগ’ নিয়ে প্যারাগ্রাফ লিখতে বলা হয়। দ্বিতীয়পত্রের ১২ নম্বরেও আসে একই প্রশ্ন।

শিক্ষার্থীরা জানায়, প্রথমপত্রে এই প্রশ্নের জন্য ছিল ১৪ নম্বর। আর দ্বিতীয়পত্রে ছিল ১৫ নম্বর। প্রথমপত্রে এই প্রশ্ন থাকায় শিক্ষার্থীরা দ্বিতীয়পত্রের জন্য এই প্রশ্নের জন্য কোনো প্রস্তুতি নেয়নি। অথচ এই প্রশ্নই এসেছে। এই প্রশ্নের বিকল্প লেখার মতোও কোনো সুযোগ ছিল না।

এই প্রশ্ন দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে ফারহানা আফরোজ নামের এক নারী ফেসবুকে লেখেন, ‘লেখাপড়ার মান কতটা ভয়াবহ! লেখাপড়া এখন তামাশাভরা! এসএসসি ২০২৩ রাজশাহী বোর্ডের ইংরেজি প্রথমপত্র ও ইংরেজি দ্বিতীয়পত্রে প্যারাগ্রাফ ‘আওয়ার ন্যাশনাল ফ্লাগ’। দুটি পরীক্ষায় একই প্যারাগ্রাফ ভাবা যায়! যারা প্রশ্ন তৈরি করেছেন তাদের কী বলা যায়? এমন লেখাপড়ার কী দরকার?’

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান তানবিরুল আলম বলেন, ‘প্রশ্ন প্রণয়নের সময় অন্তত পাঁচটি জায়গায় এটি দেখা হয়। কোনো জায়গায় এত বড় ভুল ধরা পড়ল না? এটা কোনো কথা হলো নাকি? এটা নিছকই ভুল নয়, শিক্ষার্থীদের সঙ্গে অপরাধ করা হয়েছে। যথাযথ তদন্ত করে এর বিচার হওয়া উচিত। তা না হলে এ রকম ঘটতেই থাকবে।’

জানতে চাইলে রাজশাহী শিক্ষা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, ‘শুধু রাজশাহী বোর্ডের প্রশ্নেই এই ভুল হয়েছে। আমাদের বোর্ডের পরীক্ষার্থীরা এই প্রশ্নে পরীক্ষা দিয়েছে। কিন্তু প্রশ্ন আমরা করিনি। অন্য কোনো বোর্ড এই প্রশ্ন করেছে। এর সঙ্গে আন্তশিক্ষা বোর্ডও জড়িত থাকতে পারে। আমি আন্তশিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে জানিয়েছি। এখন তিনি কী ব্যবস্থা নেবেন বা নিচ্ছেন সেটা পরে জানাতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত