Ajker Patrika

ক্রিকেট খেলা নিয়ে ছুরিকাঘাতে আহত কিশোরের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৫: ৪৭
ক্রিকেট খেলা নিয়ে ছুরিকাঘাতে আহত কিশোরের মৃত্যু

রাজশাহীতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. পারভেজ (১৬)। নিহত পারভেজ নগরীর কলাবাগান এলাকার আবুল কালাম আজাদের ছেলে। একটি হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করত সে। 

পুলিশ জানিয়েছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ১০টার দিকে পারভেজ মারা যায়। এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কলাবাগান রাজিব চত্বর এলাকায় ছুরিকাঘাতে আহত হয়। তারপর তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকায় নেওয়া হয়। 

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে ঘটনাটি ঘটেছে বলে জানতে পেরেছি। তবে যে স্থানে ঘটনা, সেটি বোয়ালিয়া থানা এলাকায়। এ ব্যাপারে বোয়ালিয়া থানার পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।’ 

বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, ‘ঘটনাটি আসলে কোন থানায় এলাকায় সেটি আমরা দেখছি। নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করা হচ্ছে। ঘটনা বোয়ালিয়া থানা এলাকায় হলে আমাদের থানায় মামলা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত