Ajker Patrika

রাজশাহীর সাবেক এমপি কালামসহ ২২ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১৭: ৫৩
Thumbnail image

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সদ্য সাবেক এমপি আবুল কালাম আজাদ, তাঁর স্ত্রী ও তাহেরপুর পৌরসভার মেয়র খন্দকার শাইলা পারভীন এবং উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টুসহ আওয়ামী লীগের ২২ নেতা-কর্মীর বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এ ছাড়া মামলায় আরও ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 

দাঙ্গা-হাঙ্গামার অভিযোগে গতকাল শনিবার রাতে বাগমারা থানায় একটি মামলা দায়ের করেছেন আব্দুল মতিন নামের এক ব্যক্তি। তিনি উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের খাপুর গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার। 

মামলার এজাহারের বরাত দিয়ে ওসি জানান, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের আগে বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের তৎকালীন এমপি আবুল কালাম আজাদ, উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু ও তাহেরপুর পৌরসভার মেয়র খন্দকার শাইলা পারভিন দলীয় নেতা-কর্মীদের নিয়ে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা করেন। তাঁদের বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট এবং হাটবাজারে বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। 

এ ছাড়া আওয়ামী লীগের শাসনামলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, নেতা-কর্মীদের বাড়িঘর ছাড়াসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। ৫ আগস্ট আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভবানীগঞ্জ এলাকায় বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের মারধর ও গুলিবর্ষণ করে আহত করেছেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। 

ওসি অরবিন্দ সরকার বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত