Ajker Patrika

হোটেলের মোগলাই পরোটা খেয়ে যমজ দুই বোনের মৃত্যু

প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
আপডেট : ০৬ জুলাই ২০২১, ১৭: ৪৫
হোটেলের মোগলাই পরোটা খেয়ে যমজ দুই বোনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে হোটেলের মোগলাই পরোটা খেয়ে স্বর্ণা (১৭) ও সম্পা (১৭) নামে দুই যমজ বোনের মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে স্বর্ণা ও বেলা দেড়টার দিকে সম্পা মারা যায়। এ ঘটনায় তাদের মাসহ আরও দুজন অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছে।

মৃত স্বর্ণা ও সম্পা হচ্ছে শহরের কালীতলা মহল্লরে সাদিকুল ইসলাম রবি’র মেয়ে ও নবাবগঞ্জ সরকারি কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্রী।

মৃত স্বর্ণা ও সম্পার পিতা সাদিকুল ইসলাম রবি জানান, সোমবার বিকেলে শহরের পুরাতন বাজার এলাকার হোটেল শাহজাহান সুইটস থেকে মোগলাই পরোটা এনে পরিবারসহ তিনি খান। এরপর রাতে প্রথমে তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন, মেয়ে স্বর্ণা (১৭) ও সম্পা (১৭) এবং আত্মীয় সিফাত (২০) অসুস্থ হয়ে পড়ে। তাঁদের চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে গেলে স্বর্ণা ও তার মাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। অপরদিকে সম্পা ও সিফাতকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে বাড়ি আসার পরেই স্বর্ণা মারা যায়। অন্যদিকে সম্পার অবস্থা আশঙ্কাজনক হলে আজ দুপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দেড়টার দিকে সেও মারা যায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মোছা নুরুন্নাহার নাসু বলেন, আজ সকাল ৯টায় স্বর্ণাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় এবং সম্পাকে ফুড পয়জন নিয়ে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা অবনতি হলে তাকে আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করি। 

এদিকে শাহজাহান হোটেলের মালিক জামাল উদ্দিন নাসের জানান, তাঁর দোকানের মোগলাই পরোটা খেয়ে অন্য আর কেও অসুস্থ হয়নি। তবে আসলেই তাঁর দোকান থেকে মোগলাই কেনা হয়েছিল কিনা তা ভিডিও ফুটেজ দেখে জানা যাবে বলে জানান তিনি। 

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিন্টু রহমান জানান, এ ঘটনায় এখনো কেও থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত