Ajker Patrika

নওগাঁয় হেলমেট পরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা 

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০৯: ৫৫
নওগাঁয় হেলমেট পরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা 

নওগাঁয় রাতের আঁধারে বিএনপির এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) রাতে ৯টার পরে নওগাঁ পৌরসভার সাহাপুর গ্রামের তালপুকুর (ইয়াদ আলীর মোড়) এলাকায় হেলমেট ও মাস্ক পরা কয়েকজন তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

নিহত ব্যক্তির নাম কামাল আহমেদ (৫২)। তিনি নওগাঁ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি। এ ছাড়া তিনি নওগাঁ ট্রাক বন্দোবস্তকারী সমিতির সাবেক সভাপতি। 

নিহত কামাল হোসেন নওগাঁ শহরের রজাকপুর মহল্লার মৃত মমতাজ আহমেদের ছেলে। 

নিহত কামাল আহমেদপুলিশ, নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, রাতে কামাল আহমেদ সান্তাহার রেলস্টেশন এলাকা থেকে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে নওগাঁ পৌরসভার ইয়াদ আলীর মোড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ে কয়েকজন অটোরিকশাটির পথ রোধ করে সামনে দাঁড়ায়। এরপর কামালকে অটোরিকশা থেকে নামিয়ে হেলমেট ও মাস্ক পরা কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর জখম কামাল আহমেদকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে নওগাঁ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. মামুন জানান, কামাল আহমেদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে। 

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতরে শরীরে অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। খুব দ্রুতই দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। বর্তমানে মরদেহটি হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত