Ajker Patrika

রাবিতে ভর্তি পরীক্ষায় ‘প্রক্সি’ দিতে এসে গ্রেপ্তার সমাজসেবা কর্মকর্তা

রাবি প্রতিনিধি
আপডেট : ৩১ মে ২০২৩, ১৬: ০২
Thumbnail image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষায় জালিয়াতি ও অন্যের হয়ে প্রক্সি দেওয়ার অভিযোগে সাতজনকে আটক করে পুলিশে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বুধবার সকালে মামলা দায়েরের পর তাঁদের গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 

এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ছয়জন তাঁদের নাম-পরিচয় প্রকাশ করলেও একজন প্রকাশ করেননি। তবে পুলিশের অনুসন্ধানে বেরিয়ে এসেছে তাঁর নাম-পরিচয়। 

ওই ব্যক্তি হলেন ৩৮তম বিসিএসে নন ক্যাডার শেখ আবু হানিফ। বর্তমানে তিনি বরিশালের গৌরনদী উপজেলার সমাজসেবা অফিসার হিসেবে কর্মরত। 

আজ বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় কুমার বসাক। 

অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় কুমার বলেন, ‘গতকাল প্রশাসনের আটককৃত সাতজনের মধ্যে একজন ৩৮তম বিসিএসের ননক্যাডার হিসেবে সমাজসেবা অধিদপ্তরে কর্মরত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্বীকার করলেও অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে।’ 

বিশ্ববিদ্যালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্রে জানা যায়, গতকাল ‘এ’ ইউনিটের চতুর্থ শিফটে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের ১৩৯ নম্বর কক্ষে রূপম সরকারের (রোল-৭৪২৬২) হয়ে প্রক্সি দেন ওই বিসিএস কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত