Ajker Patrika

পদ্মায় গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পদ্মায় গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু 

পাবনার ঈশ্বরদীতে বন্ধুদের সঙ্গে গোসলে পদ্মা নদীতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কামালপুর গ্রামের পাশে নদী থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত দেলোয়ার হোসেন দ্বীপ (১৩) পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামের মাসুদ মণ্ডলের ছেলে। সে পাকশী নর্থ বেঙ্গল পেপার মিলস হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। 

স্থানীয়রা জানায়, পূজার ছুটিতে স্কুল বন্ধ থাকায় দ্বীপ কয়েক দিন আগে উপজেলার লক্ষ্মীকুণ্ডায় কামালপুর গ্রামে নানা সাবেদ আলী মোল্লার বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার বিকেলের দিকে গ্রামে পাঁচ-ছয়জন বন্ধু মাঠে ফুটবল খেলে কামালপুর গ্রামের শাপলা ইটভাটার পাশে পদ্মা নদীতে গোসলে নামে। একপর্যায়ে দ্বীপ নদীতে ডুবে যায়। 

দ্বীপের বাবা মাসুদ মণ্ডল জানান, ডুবে যাওয়ার খবরটি তাৎক্ষণিক লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ও ঈশ্বরদী ফায়ার সার্ভিসে জানানো হয়। কিন্তু তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দা ও জেলেদের সহযোগিতায় রাত ৯টার দিকে তার ছেলের মরদেহ উদ্ধার করা হয়। 

নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান জানান, এলাকাবাসী ও জেলেদের মাধ্যমে উদ্ধারের পর রাত ৯টার দিকে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত