Ajker Patrika

শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি ঋণের চাপে আত্মহত্যা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ১৭: ৩৩
শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি ঋণের চাপে আত্মহত্যা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় তছলিম উদ্দিন (২৮) নামের এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে শয়ন কক্ষের আড়ার সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তবে পরিবারের দাবি ঋণের চাপে তিনি আত্মহত্যা করেছেন। 

মৃত তছলিম মাঝিড়া ইউনিয়নের সাজাপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে। তিনি স্থানীয় এক স’মিলে কাজ করতেন। 

তছলিমের স্ত্রী নাজনীন আকতার বলেন, ‘আজ সকালে ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। বেলা ১১টার দিকে ফিরে এসে দেখতে পাই শয়ন ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আমার স্বামী ঝুলছে। আমাদের কয়েকটি এনজিও থেকে ঋণ নেওয়া ছিল।’ 

মৃতের বাবা আব্দুল জব্বার বলেন, ‘ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না। সকালে কিস্তির লোকজন তছলিমের সঙ্গে খারাপ ব্যবহার করে। অপমান সইতে না পেরে তছলিম আত্মহত্যা করেছে। এ বিষয়ে আমাদের কোনো অভিযোগ নেই।’ 

শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) ফারুখ বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েছিল এমনটা জানা গেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত