Ajker Patrika

বগুড়ায় প্লাস্টিক কারখানায় আগুন, নিহত ৫ 

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৫: ৩৮
বগুড়ায় প্লাস্টিক কারখানায় আগুন, নিহত ৫ 

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর প্রায় ১২টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টানা দুই ঘণ্টা চেষ্টার পর বগুড়া ও নওগাঁ ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, কারখানাটির মালিক সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। এ অগ্নিকাণ্ডে ৩৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মালিকপক্ষ। 

অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরানওগাঁ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক এ কে এম মুরশেদ বলেন, আজ বেলা ১১টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর দেওয়া হয়। পরে বেলা ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে বগুড়া ও নওগাঁ ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে। এ সময় পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত