Ajker Patrika

 ‘আমার কাচে হিরো আলমই এমপি’

নন্দীগ্রাম (বগুড়া) থেকে
 ‘আমার কাচে হিরো আলমই এমপি’

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে আলোচিত প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের একতারা প্রতীকে সবার কাছে ভোট চেয়েছেন নন্দীগ্রাম পুরাতন বাজারের চা-দোকানি সাইফুল ইসলাম। যারা ভোট দেবেন বলে তাঁকে জানিয়েছিলেন, তাদেরই ফ্রিতে চা-বিস্কুট খাইয়েছেন তিনি। শুধু তাই নয় তিনি ঘোষণা দিয়েছিলেন, ‘হিরো আলম এমপি হলে পরের দিন আমার দোকানের চা খাওয়া সম্পূর্ণ ফ্রি।’ 

আজ শুক্রবার সন্ধ্যায় নন্দীগ্রাম পুরাতন বাজারে চা-দোকানি সাইফুলের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এ প্রতিনিধির। নির্বাচনে হিরো আলম পরাজিত হয়েছেন জেনেও তিনি তাঁকেই সংসদ সদস্য হিসেবে মানেন সাইফুল ইসলাম। 

এ সময় সাইফুল জানান, উপজেলার দক্ষিণ পাড়ার বাসিন্দা সাইফুল ইসলাম ও তাঁর ছেলে পাপ্পু দুজন মিলে এ দোকান চালান। এই দোকান থেকে যা উপার্জন হয়, তা দিয়েই তাদের সংসার চলে। 

সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি হিরো আলমের একজন ভক্ত। আমি তাঁকে ভালোবাসি। তাঁর সাথে আমার কোনো যোগাযোগ না থাকার পরেও তাঁর জন্য ভোট চাই। আমি কমপক্ষে দুই থেকে আড়াই শ মানষেক মাগনা চা, পান, বিস্কুট, সিগারেট খাওয়াছি। সগলির কাছে তাঁর জন্যে ভোট ও দোয়া চাছি।’ 

দোকানি সাইফুল আরও বলেন, ‘আমি সবাক কছুনু আমার হিরো আলম এমপি হলে, সগলিক মাগনা চা খাওয়ামু। মানষে কচ্চে-হিরো আলম এমপি হছিলো। আমারও তাই মনে হয়। আমার কাছে হিরো আলমই এমপি।’ 

এ দিকে বগুড়ার ৪ ও ৬ আসনে নির্বাচনে পরাজয়ের পর গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে সদরের এরুলিয়ায় তাঁর নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে হিরো আলম ভোট গণনায় অনিয়মের অভিযোগ তোলেন। সেই সঙ্গে তিনি বগুড়া-৪ এবং ৬ আসনের উপনির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন। 

সংবাদ সম্মেলনে হিরো আলম দাবি করেন, ভোটের পরিবেশ সুষ্ঠু দেখলেও ফলাফলে গন্ডগোল হয়েছে। ভোটের ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। তিনি ফলাফলের বিরুদ্ধে আদালতে রিট করার কথাও জানান। 

উল্লেখ্য, বগুড়া-৪ আসনের উপনির্বাচনে ১১২টি কেন্দ্রে ৩ লাখ ২৮ হাজার ২৬৯ জন ভোটার ছিল। গত বুধবার ১ ফেব্রুয়ারির নির্বাচনে ৭৮ হাজার ৫২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। 
 
এ নির্বাচনে ১৪ দলীয় জোট প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন (মশাল প্রতীক) ২০ হাজার ৪০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম (একতারা প্রতীক) পেয়েছেন ১৯ হাজার ৫৭১ ভোট। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত