Ajker Patrika

জয়পুরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ২১: ১৫
জয়পুরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

জয়পুরহাটে মাদক মামলায় হারুনুর রশিদ টুটুল নামের একজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এবং স্পেশাল ট্রাইব্যুনাল-৫ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এই রায় ঘোষণা করেন। 

সাজাপ্রাপ্ত আসামি হলেন হারুনুর রশিদ টুটুল। তাঁর বাড়ি বগুড়া সদরের মাল গ্রামে। 

জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল এ রায়ের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। 

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০২১ সালের ৮ জানুয়ারি ভোরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বেড়াখাই এলাকা থেকে স্কুলব্যাগে রাখা ৮০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ হারুনুর রশিদ টুটুলকে আটক করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। ওই সময় তাঁর কাছ থেকে দুটি সংবাদপত্রের আইডি কার্ডসহ মোটরসাইকেল জব্দ করা হয়। 

পরে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা করেন। পরবর্তীতে মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা আনিছুর রহমান ২০২১ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর মামলার যাবতীয় আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরে আদালত এই রায় দেন। 

মামলার সরকার পক্ষের আইনজীবী ছিলেন নৃপেন্দ্রনাথ মণ্ডল। আসামি পক্ষের আইনজীবী ছিলেন রায়হান নবী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত