বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় আবুল কালাম আজাদ (৪৫) নামের এক আওয়ামী লীগ কর্মী তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে তাঁর বাবার জানাজায় অংশ নিয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যার পর তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
এরপর জানাজা শেষ হলে তাঁকে আবার কারাগারে নেওয়া হয়। এ সময় তিনি হাতকড়া পরানো অবস্থায় ছিলেন।
আবুল কালামের বাড়ি উপজেলার বাঘার আড়ানী পৌর এলাকার শাহাপুর গ্রামে। তাঁকে গত বুধবার সকালে একটি মামলায় গ্রেপ্তার করে বাঘা থানার পুলিশ। দুই দিন পরই মারা যান তাঁর বাবা আজাহার আলী (৭০)।
এর আগে, ১২ নভেম্বর চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। ৫ আগস্ট সংঘর্ষের ঘটনায় এক মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি জেলহাজতে থাকা অবস্থায় স্ট্রোকে তাঁর মা মৃত্যুবরণ করেন। চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরেই ১০ ডিসেম্বর মায়ের জানাজায় অংশ নেন তিনি।
তার আগে, ২০২২ সালে হাতকড়া-ডান্ডাবেড়ি নিয়েই মায়ের জানাজায় ইমামতি করেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম। তাঁর হাতকড়া পরা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তখনো ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
এদিকে আবুল কালাম আজাদের পক্ষে জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর একটি লিখিত আবেদন করেন রাজশাহীর জজকোর্টের আইনজীবী মোমিনুল ইসলাম। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র সহকারী কমিশনার রিয়াকত সালমান জুডিশিয়াল শাখা, জেলা প্রশাসকের কার্যালয় স্বাক্ষরিত একটি পরিপত্রের মাধ্যমে তিন ঘণ্টার জন্য তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।
আবুল কালাম প্যারোলে মুক্তি পাবার পর তাঁকে কড়া পুলিশ পাহারায় বাঘার আড়ানী ঈদগাহ ময়দনে আনা হয়। এরপর জানাজা শেষে তাঁর বাবার দাফন সম্পন্ন হলে ফের কারাগারে নিয়ে যাওয়া হয়।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, মানবিক দিক বিবেচনা করে তাঁকে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। কঠোর নিরাপত্তার মধ্যে তাঁর বাবার জানাজায় নিয়ে আসা হয়। জানাজা শেষে আবার তাঁকে কারাগারে নেওয়া হয়।
রাজশাহীর বাঘায় আবুল কালাম আজাদ (৪৫) নামের এক আওয়ামী লীগ কর্মী তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে তাঁর বাবার জানাজায় অংশ নিয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যার পর তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
এরপর জানাজা শেষ হলে তাঁকে আবার কারাগারে নেওয়া হয়। এ সময় তিনি হাতকড়া পরানো অবস্থায় ছিলেন।
আবুল কালামের বাড়ি উপজেলার বাঘার আড়ানী পৌর এলাকার শাহাপুর গ্রামে। তাঁকে গত বুধবার সকালে একটি মামলায় গ্রেপ্তার করে বাঘা থানার পুলিশ। দুই দিন পরই মারা যান তাঁর বাবা আজাহার আলী (৭০)।
এর আগে, ১২ নভেম্বর চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। ৫ আগস্ট সংঘর্ষের ঘটনায় এক মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি জেলহাজতে থাকা অবস্থায় স্ট্রোকে তাঁর মা মৃত্যুবরণ করেন। চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরেই ১০ ডিসেম্বর মায়ের জানাজায় অংশ নেন তিনি।
তার আগে, ২০২২ সালে হাতকড়া-ডান্ডাবেড়ি নিয়েই মায়ের জানাজায় ইমামতি করেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম। তাঁর হাতকড়া পরা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তখনো ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
এদিকে আবুল কালাম আজাদের পক্ষে জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর একটি লিখিত আবেদন করেন রাজশাহীর জজকোর্টের আইনজীবী মোমিনুল ইসলাম। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র সহকারী কমিশনার রিয়াকত সালমান জুডিশিয়াল শাখা, জেলা প্রশাসকের কার্যালয় স্বাক্ষরিত একটি পরিপত্রের মাধ্যমে তিন ঘণ্টার জন্য তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।
আবুল কালাম প্যারোলে মুক্তি পাবার পর তাঁকে কড়া পুলিশ পাহারায় বাঘার আড়ানী ঈদগাহ ময়দনে আনা হয়। এরপর জানাজা শেষে তাঁর বাবার দাফন সম্পন্ন হলে ফের কারাগারে নিয়ে যাওয়া হয়।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, মানবিক দিক বিবেচনা করে তাঁকে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। কঠোর নিরাপত্তার মধ্যে তাঁর বাবার জানাজায় নিয়ে আসা হয়। জানাজা শেষে আবার তাঁকে কারাগারে নেওয়া হয়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ ফুট সড়কে বিশ্বের অন্যতম বিলাসবহুল ও দামি গাড়ি রোলস রয়েস স্পেকটার দুর্ঘটনার নেপথ্যে কুকুর। হঠাৎ দৌড়ে সড়কে চলে আসা একটি কুকুরকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উঠে পড়ে সড়ক বিভাজকে। এতে গাড়ির চার আরোহীই আহত হয়েছেন। গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
৬ মিনিট আগেআড়াই শ মিটার সড়ক সংস্কারের কাজ ফেলে রেখে ঠিকাদার উধাও হয়েছেন আট মাস আগে। যাতায়াতের কষ্টে গ্রামের চার হাজার মানুষকে পড়তে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগে। রাস্তায় বৃষ্টির পানি আর কাদায় একাকার হয়ে পড়ায় গ্রামের মানুষের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হওয়ার পথে। দুর্ভোগ এমন পর্যায়ে পৌঁছেছে যে ওই গ্রামে কোনো অনুষ্ঠানে
১১ মিনিট আগেঅবৈধ দখলে অস্তিত্বের সংকটে পড়েছে গাজীপুরের ‘ফুসফুস’ খ্যাত বেলাই বিল। উচ্চ আদালতের আদেশ অমান্য করে বিল ভরাটের অভিযোগ উঠেছে প্রভাবশালী ‘নর্থ সাউথ’ ও ‘তেপান্তর’ নামের দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। রাতের আঁধারে শুরু হওয়া এই দখলের কাজ এখন দিনের আলোতেও চলছে। স্থানীয় প্রশাসন এই দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে
১৬ মিনিট আগেরোববার (২০ জুলাই) ভোরে জহুরপুর বিওপির সীমান্ত পিলার ১৬/৫-এর কাছে ৫ জন চোরাকারবারি ভারতের অভ্যন্তরে যায়। সে সময় বিএসএফ চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে ৪ জন পালিয়ে আসে। মোহম্মদ লালচান (২৫) বিএসএফের হাতে আটক হন। পরে চোরকারবারিরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করে লাশ ফেরত এনে বিজিবির চোখ ফাঁকি দিয়ে পদ্মা নদী
২ ঘণ্টা আগে