রাবি প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গতকাল বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে আটক করে নগরীর দুই থানার পুলিশ। শিক্ষার্থী আটকের খবর জানাজানি হলে বিকেলের দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকেরা থানায় ছুটে যান। থানায় আটকদের না ছাড়া পর্যন্ত ক্যাম্পাসে ফিরে যাবেন না বলে জানান তাঁরা। পরে গতকাল রাত ১টার দিকে নগরীর মতিহার থানা থেকে আটকদের মধ্যে তিন শিক্ষার্থীকে প্রায় সাড়ে ৯ ঘণ্টা পর ছাড়াতে সক্ষম হন শিক্ষকেরা।
শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার দুপুরে রাজশাহীর সাধারণ শিক্ষার্থীরা রাজশাহী আদালতের মূল ফটকের সামনে থেকে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির ডাক দেন। তবে, পথে পুলিশের বাধার কথা চিন্তা করে তাঁরা কর্মসূচি পরিবর্তন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে যাত্রা শুরুর ঘোষণা দেন। এই কর্মসূচিতে অংশ নিতে আসার সন্দেহে দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সামনে থেকে, আরেকজনকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে আটক করে মতিহার থানার পুলিশ।
আটকেরা হলেন ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সৈয়দ সামিউল বাসিত, মাজেদ হাসান এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী নাইম ইসলাম। শিক্ষকদের সঙ্গে দীর্ঘ আলাপের পর রাত ১টার দিকে শিক্ষার্থীদের ছেড়ে দেয় পুলিশ।
এদিকে, শিক্ষার্থীদের রাজশাহী আদালতের প্রধান ফটকের সামনে ডাকা কর্মসূচির কারণে আদালত এলাকা নিরাপত্তার চাদরে মুড়িয়ে দেওয়া হয়। ফলে আন্দোলনকারীরা নির্ধারিত স্থানে ভিড়তে পারেননি। গতকাল দুপুর সোয়া ২টার দিকে আদালত এলাকার রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসার গলিতে কয়েকজন পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ একটি সাউন্ড গ্রেনেড ও শটগানের পাঁচ রাউন্ড গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। তবে এলোমেলোভাবে কয়েকজন আদালত এলাকায় প্রবেশ করলে তাঁদের আটক করে পুলিশ। নগরীর রাজপাড়া থানার পুলিশ এই এলাকা থেকে ১০ জন শিক্ষার্থীকে আটক করে। তাঁদের মধ্যে দুজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে নগরের মহিষবাথান এলাকা থেকে পদার্থবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রিফাত হাসান এবং আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী প্রত্যয়কে আটক করা হয়। তাঁদের মধ্যে প্রত্যয়কে রাজপাড়া থানার পুলিশ, রিফাত হাসানকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে। তাঁদের ছাড়াতেও শিক্ষকেরা বিকেলে থানায় উপস্থিত হন। তবে আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের ছাড়া হয়নি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গতকাল বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে আটক করে নগরীর দুই থানার পুলিশ। শিক্ষার্থী আটকের খবর জানাজানি হলে বিকেলের দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকেরা থানায় ছুটে যান। থানায় আটকদের না ছাড়া পর্যন্ত ক্যাম্পাসে ফিরে যাবেন না বলে জানান তাঁরা। পরে গতকাল রাত ১টার দিকে নগরীর মতিহার থানা থেকে আটকদের মধ্যে তিন শিক্ষার্থীকে প্রায় সাড়ে ৯ ঘণ্টা পর ছাড়াতে সক্ষম হন শিক্ষকেরা।
শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার দুপুরে রাজশাহীর সাধারণ শিক্ষার্থীরা রাজশাহী আদালতের মূল ফটকের সামনে থেকে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির ডাক দেন। তবে, পথে পুলিশের বাধার কথা চিন্তা করে তাঁরা কর্মসূচি পরিবর্তন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে যাত্রা শুরুর ঘোষণা দেন। এই কর্মসূচিতে অংশ নিতে আসার সন্দেহে দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সামনে থেকে, আরেকজনকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে আটক করে মতিহার থানার পুলিশ।
আটকেরা হলেন ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সৈয়দ সামিউল বাসিত, মাজেদ হাসান এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী নাইম ইসলাম। শিক্ষকদের সঙ্গে দীর্ঘ আলাপের পর রাত ১টার দিকে শিক্ষার্থীদের ছেড়ে দেয় পুলিশ।
এদিকে, শিক্ষার্থীদের রাজশাহী আদালতের প্রধান ফটকের সামনে ডাকা কর্মসূচির কারণে আদালত এলাকা নিরাপত্তার চাদরে মুড়িয়ে দেওয়া হয়। ফলে আন্দোলনকারীরা নির্ধারিত স্থানে ভিড়তে পারেননি। গতকাল দুপুর সোয়া ২টার দিকে আদালত এলাকার রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসার গলিতে কয়েকজন পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ একটি সাউন্ড গ্রেনেড ও শটগানের পাঁচ রাউন্ড গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। তবে এলোমেলোভাবে কয়েকজন আদালত এলাকায় প্রবেশ করলে তাঁদের আটক করে পুলিশ। নগরীর রাজপাড়া থানার পুলিশ এই এলাকা থেকে ১০ জন শিক্ষার্থীকে আটক করে। তাঁদের মধ্যে দুজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে নগরের মহিষবাথান এলাকা থেকে পদার্থবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রিফাত হাসান এবং আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী প্রত্যয়কে আটক করা হয়। তাঁদের মধ্যে প্রত্যয়কে রাজপাড়া থানার পুলিশ, রিফাত হাসানকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে। তাঁদের ছাড়াতেও শিক্ষকেরা বিকেলে থানায় উপস্থিত হন। তবে আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের ছাড়া হয়নি।
আবারও গাছ কেটে ভবন নির্মাণের সব আয়োজন সম্পন্ন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ। এবার গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের সম্প্রসারিত ভবন নির্মাণের স্থান নির্ধারণ করা হয়েছে পদার্থবিজ্ঞান বিভাগের পেছনে ও পরিবেশবিজ্ঞান বিভাগের সামনের জঙ্গলটি। এতে অর্ধশতাধিক গাছ কাটা পড়বে বলে ধারণা করা....
৩ মিনিট আগেকক্সবাজারের টেকনাফে মোবাইল ফোন চুরির অভিযোগ এনে ছুরিকাঘাতে মো. নজিমুল্লাহ (২৫) নামে এক যুবক মারা গেছে। রোববার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কায়ুকখালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নজিমুল্লাহ ওই এলাকার রহিম উল্লাহর ছেলে...
৬ মিনিট আগেভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
৩৪ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
৩৬ মিনিট আগে