Ajker Patrika

তাড়াশে কার্গো-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ 

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
তাড়াশে কার্গো-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ 

সিরাজগঞ্জের তাড়াশে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কে কার্গো গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও একজন গুরুতর আহত হন বলে নিশ্চিত করছেন তাড়াশ ফায়ার সার্ভিসের টিম লিডার মো. জহুরুল ইসলাম। 
 
নিহতরা হলেন, পাবনার ভাঙ্গুড়া উপজেলার বৃদ্ধমরিচ গ্রামের শ্রী হরেন কুমারের ছেলে স্বপন কুমার (২৫) ও একই গ্রামের শ্রী দ্বীজেন কুমারের ছেলে আশিষ কুমার (২৭)। নিহত আরেকজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। 
 
এ বিষয়ে স্থানীয়রা জানান, ঢাকা থেকে যমুনা তরল গ্যাস বহনকারী একটি কার্গো গাড়ি তাড়াশের মহিষলুটি এলাকার পশ্চিমে ব্রিজের সন্নিকটে আসলে বিপরীত দিক থেকে ৪ জন আরোহীসহ একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী মারা যান। এ সময় অপর এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। 

দুর্ঘটনার খবর পেয়ে তাড়াশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করেন। একই সঙ্গে আহত অপরজনকে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর মহাসড়কের দু'পাশে যানজটের সৃষ্টি হয়। পরে হাটিকুমরুল হাইওয়ে থানা-পুলিশ প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে যানজট নিয়ন্ত্রণে আনেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত