Ajker Patrika

শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও অজ্ঞাতপরিচয় নারী নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও অজ্ঞাতপরিচয় নারী নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোপপুকুর ও দুর্লভপুর ইউনিয়ন পরিষদের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের আইড়ামারী গ্রামের আবদুর রশিদের মেয়ে বর্ষা খাতুন (৯)। তবে ৫০ বছর বয়সী বৃদ্ধের নাম-পরিচয় জানা যায়নি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোপপুকুর এলাকায় ৫০ বছর বয়সী এক বৃদ্ধ রাস্তা পার হচ্ছিলেন। এ সময় সোনামসজিদ স্থলবন্দর থেকে আসা একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। তাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে।

ওসি আরও বলেন, তা ছাড়া শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সামনে দিয়ে শিশু বর্ষা খাতুন রাস্তা পার হচ্ছিল। এ সময় অটোরিকশার ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। কারও অভিযোগ না থাকায় বর্ষার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত