নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
ফারাক্কা ব্যারাজ থেকে পানির ন্যায্য হিস্যা দাবি, ভারতীয় আগ্রাসন প্রতিরোধ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ঢাকা থেকে একটি লংমার্চ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৌঁছেছে। আজ রোববার সকালে লংমার্চটি শিবগঞ্জে পৌঁছায়।
এরপর শিবগঞ্জ সরকারি মডেল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হচ্ছে জেয়াফত অনুষ্ঠান। সেখানে গরু জবাই করে ভোজের আয়োজন করা হয়েছে। ‘বাংলাদেশের জনগণ’-এর ব্যানারে এই লংমার্চ ও সামাজিক জেয়াফতের আয়োজন করা হয়েছে।
দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ কর্মসূচি চলছে। এ উপলক্ষে আজ দুপুরে একটি মিছিল বের হয়ে শিবগঞ্জ পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সবার হাতে হাতে ভারতবিরোধী বিভিন্ন কথা লেখা ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায়।
এর আগে শনিবার দিবাগত মধ্যরাতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে লংমার্চ শুরু হয়। লংমার্চটি আজ সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মডেল সরকারি হাইস্কুলে পৌঁছায়। এই সময় তারা ‘কাঁটাতারের ফেলানী আমরা তোমাকে ভুলিনি’, ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ’, ‘সীমান্তে হত্যা বন্ধ করো, করতে হবে’, ‘বেশি করে গরু খান, আগ্রাসন রুখে দেন’, ‘দিল্লি না, ঢাকা ঢাকা’, ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’সহ নানান স্লোগান দেন।
জেয়াফতে অংশগ্রহণ করতে আসা শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ সীমান্তের বাসিন্দা আব্দুল মজিদ জানান, সম্প্রতি তাঁদের এলাকায় ভারতীয়রা আগ্রাসন চালিয়েছিল। এই আগ্রাসনবিরোধী কার্যক্রম স্থানীয়রা প্রতিহত করেছিলেন। আর যাঁরা এই ভারতীয় আগ্রাসন প্রতিহত কার্যক্রমে অংশগ্রহণ করেছিলেন, তাঁদের জন্য এখানে প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশের জনগণ সংগঠনের প্রতিনিধি ওয়ারেছুল ইসলাম নাসির বলেন, ‘ফারাক্কার ন্যায্য পানির হিস্যা এবং ভারতীয় আগ্রাসন প্রতিরোধে সীমান্তের নাগরিকদের সচেতন, সজাগ ও উদ্বুদ্ধ করতেই এই লংমার্চের আয়োজন করা হয়েছে। আমরা পুরো দেশের নাগরিকেরা সীমান্তবাসীর পাশে রয়েছি। পাশাপাশি সীমান্তে সব ধরনের আগ্রাসন ও হত্যা বন্ধের হুঁশিয়ারি জানাই।’
আমজনতা পার্টির সদস্যসচিব তারেক রহমান বলেন, ‘বগুড়ায় হিন্দু রাজার নিপীড়নের বিরুদ্ধে গরু জবাই করেছিল। আর এই জেয়াফতটা অনেক আগে থেকে প্রচলিত ছিল। ভারত তার গরু রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশ ও মুসলমানকে নিপীড়িত করে। তার প্রতিবাদেই আমাদের এই জিয়াফত কার্যক্রম।’ তিনি বলেন, ‘আমাদের কার্যক্রম হিসেবে গরু জবাই করা হয়েছে। আলোচনা হবে এবং নাগরিকদের সঙ্গে কথা বলা হবে। এ ছাড়া সীমান্তে যাঁরা নিহত হয়েছিলেন, তাঁদের নামে আজকে সন্ধ্যার দিকে ফানুস উড়াব। শহীদদের সম্মানে তাঁর নাম লেখা ফানুস আকাশে উড়িয়ে দেব।’
ফারাক্কা ব্যারাজ থেকে পানির ন্যায্য হিস্যা দাবি, ভারতীয় আগ্রাসন প্রতিরোধ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ঢাকা থেকে একটি লংমার্চ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৌঁছেছে। আজ রোববার সকালে লংমার্চটি শিবগঞ্জে পৌঁছায়।
এরপর শিবগঞ্জ সরকারি মডেল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হচ্ছে জেয়াফত অনুষ্ঠান। সেখানে গরু জবাই করে ভোজের আয়োজন করা হয়েছে। ‘বাংলাদেশের জনগণ’-এর ব্যানারে এই লংমার্চ ও সামাজিক জেয়াফতের আয়োজন করা হয়েছে।
দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ কর্মসূচি চলছে। এ উপলক্ষে আজ দুপুরে একটি মিছিল বের হয়ে শিবগঞ্জ পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সবার হাতে হাতে ভারতবিরোধী বিভিন্ন কথা লেখা ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায়।
এর আগে শনিবার দিবাগত মধ্যরাতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে লংমার্চ শুরু হয়। লংমার্চটি আজ সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মডেল সরকারি হাইস্কুলে পৌঁছায়। এই সময় তারা ‘কাঁটাতারের ফেলানী আমরা তোমাকে ভুলিনি’, ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ’, ‘সীমান্তে হত্যা বন্ধ করো, করতে হবে’, ‘বেশি করে গরু খান, আগ্রাসন রুখে দেন’, ‘দিল্লি না, ঢাকা ঢাকা’, ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’সহ নানান স্লোগান দেন।
জেয়াফতে অংশগ্রহণ করতে আসা শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ সীমান্তের বাসিন্দা আব্দুল মজিদ জানান, সম্প্রতি তাঁদের এলাকায় ভারতীয়রা আগ্রাসন চালিয়েছিল। এই আগ্রাসনবিরোধী কার্যক্রম স্থানীয়রা প্রতিহত করেছিলেন। আর যাঁরা এই ভারতীয় আগ্রাসন প্রতিহত কার্যক্রমে অংশগ্রহণ করেছিলেন, তাঁদের জন্য এখানে প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশের জনগণ সংগঠনের প্রতিনিধি ওয়ারেছুল ইসলাম নাসির বলেন, ‘ফারাক্কার ন্যায্য পানির হিস্যা এবং ভারতীয় আগ্রাসন প্রতিরোধে সীমান্তের নাগরিকদের সচেতন, সজাগ ও উদ্বুদ্ধ করতেই এই লংমার্চের আয়োজন করা হয়েছে। আমরা পুরো দেশের নাগরিকেরা সীমান্তবাসীর পাশে রয়েছি। পাশাপাশি সীমান্তে সব ধরনের আগ্রাসন ও হত্যা বন্ধের হুঁশিয়ারি জানাই।’
আমজনতা পার্টির সদস্যসচিব তারেক রহমান বলেন, ‘বগুড়ায় হিন্দু রাজার নিপীড়নের বিরুদ্ধে গরু জবাই করেছিল। আর এই জেয়াফতটা অনেক আগে থেকে প্রচলিত ছিল। ভারত তার গরু রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশ ও মুসলমানকে নিপীড়িত করে। তার প্রতিবাদেই আমাদের এই জিয়াফত কার্যক্রম।’ তিনি বলেন, ‘আমাদের কার্যক্রম হিসেবে গরু জবাই করা হয়েছে। আলোচনা হবে এবং নাগরিকদের সঙ্গে কথা বলা হবে। এ ছাড়া সীমান্তে যাঁরা নিহত হয়েছিলেন, তাঁদের নামে আজকে সন্ধ্যার দিকে ফানুস উড়াব। শহীদদের সম্মানে তাঁর নাম লেখা ফানুস আকাশে উড়িয়ে দেব।’
পার্বত্য খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ির বিভিন্ন এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়। এতে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে একটি চক্র এই পাহাড় কাটায় জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
৫ ঘণ্টা আগেমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। তবে তীব্র জনবল-সংকটে এখানে চিকিৎসাসেবা পাওয়া দুরূহ। সাতজন চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন। ২৩ চিকিৎসকের জায়গায় রয়েছেন ১০ জন। চিকিৎসকের ঘাটতি মেটাতে সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসাররা
৫ ঘণ্টা আগেনানা সমস্যায় জর্জরিত দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা। দীর্ঘদিন ধরে পৌর এলাকার রাস্তা ও ড্রেনের নাজুক অবস্থা, নেই পর্যাপ্ত ডাস্টবিন। ফলে যত্রতত্র গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। ফলে দুর্ভোগ বেড়েছে পৌরবাসীর। নাগরিকদের অভিযোগ, নামে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাড়েনি সেবার মান। তাই রাস্তা ও ড্রেনগুলো দ্রুত সংস্ক
৫ ঘণ্টা আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫ কোটির বেশি টাকায় নেওয়া শতাধিক প্রকল্পে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার ও উপজেলা প্রকৌশলী আয়েশা আখতার নিয়ম-বহির্ভূতভাবে প্রকল্প গ্রহণ ও ভুয়া প্রকল্প দেখিয়ে এই অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি আড়াল করতে প্রকল্পের কাগজপত্র
৫ ঘণ্টা আগে