Ajker Patrika

নাটোরের ৪ আসনেই মনোনয়ন পেলেন বর্তমান সংসদ সদস্যরা

নাটোর প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১৮: ০৭
নাটোরের ৪ আসনেই মনোনয়ন পেলেন বর্তমান সংসদ সদস্যরা

নাটোরের চারটি আসনেই মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্যরা। আজ রোববার বিকেলে আনুষ্ঠানিকভাবে তাঁদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

চারটি আসন থেকে যাঁরা প্রার্থী হলেন নাটোর-১ শহিদুল ইসলাম বকুল, নাটোর-২ শফিকুল ইসলাম শিমুল, নাটোর-৩ জুনাইদ আহমেদ পলক ও নাটোর-৪ সিদ্দিকুর রহমান পাটোয়ারি। 

মনোনয়নপ্রাপ্তদের মধ্যে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে শহিদুল ইসলাম বকুল জেলা আওয়ামী লীগের সহসভাপতি। তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এবার তিনি দ্বিতীয়বার মনোনয়ন পেলেন। 

নাটোর-২ (সদর-নলডাঙ্গা) থেকে শফিকুল ইসলাম শিমুল ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হন। এবার তিনি তৃতীয়বার মনোনয়ন পেলেন। 

নাটোর-৩ (সিংড়া) থেকে চতুর্থবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেলেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। নবম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরপর নির্বাচিত হয়ে আইসিটি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন পলক। 

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে মনোনয়ন পাওয়া সিদ্দিকুর রহমান পাটোয়ারি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই মাস আগে সাবেক সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের মৃত্যুতে শূন্য হওয়া আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে প্রথমবার এমপি হন। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পেলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত