সিরাজগঞ্জ ও বেলকুচি প্রতিনিধি
সিরাজগঞ্জে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের বিরুদ্ধে দৌলতপুর কলেজ ব্যবস্থাপনা (ম্যানেজিং) কমিটির সদস্যদের জাল স্বাক্ষর করে নতুন কমিটি গঠনের অভিযোগ উঠেছে। এবারও কমিটিতে সভাপতি হিসেবে নিজের নাম রেখেছেন। এর আগে তিনি দুই মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেন।
আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সাবেক কমিটির সদস্যরা।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন–দৌলতপুর কলেজের অধ্যক্ষ মাসুদ রানা, সাবেক সদস্য হাজী মো. পিয়ার হোসেন, সাবেক সদস্য ও দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন, সাবেক সদস্য শাহিন রেজা ও দাতা সদস্য শামসুল আলম মাস্টার।
বক্তারা অভিযোগ করে বলেন, ‘সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস দৌলতপুর কলেজে ব্যবস্থাপনা (ম্যানেজিং) কমিটিতে পর পর দু-বার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। হাইকোর্টের নির্দেশ রয়েছে, একই ব্যক্তি দুই বারের বেশি সভাপতির দায়িত্ব পালন করতে পারবেন না। কিন্তু লতিফ বিশ্বাস আইন না মেনে ম্যানেজিং কমিটির ১১ সদস্যর স্বাক্ষর জাল করে নিজেকে সভাপতি করে নতুন কমিটি ঘোষণা করেন।
তারা বলেন, এই কমিটি গঠনের সময় কোনো আলোচনা বা নোটিশ করা হয়নি। সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস কলেজের কাগজপত্র নিজ বাড়িতে নিয়ে গিয়ে ম্যানেজিং কমিটির ১১ সদস্যর স্বাক্ষর জাল করে এ কমিটি গঠন করেছেন। যা অবৈধ। আমরা এই কমিটি বাতিল ও নতুন কমিটি গঠনের দাবি করছি।
বক্তারা আরও বলেন, লতিফ বিশ্বাস আইন মানেন না–আবার দলীয় সিদ্ধান্তও মানেন না। তিনি জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে ঈগল প্রতীকে স্বতন্ত্র নির্বাচন করে পরাজিত হন। পরাজিত হয়ে দৌলতপুর কলেজ নিজের আয়ত্তে নিতে ম্যানেজিং কমিটির সদস্যদের স্বাক্ষর জাল করে কমিটি ঘোষণা করেছেন।
এ বিষয়ে জানতে দৌলতপুর ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের মোবাইল ফোনে একাধিকবার কল করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
সিরাজগঞ্জে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের বিরুদ্ধে দৌলতপুর কলেজ ব্যবস্থাপনা (ম্যানেজিং) কমিটির সদস্যদের জাল স্বাক্ষর করে নতুন কমিটি গঠনের অভিযোগ উঠেছে। এবারও কমিটিতে সভাপতি হিসেবে নিজের নাম রেখেছেন। এর আগে তিনি দুই মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেন।
আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সাবেক কমিটির সদস্যরা।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন–দৌলতপুর কলেজের অধ্যক্ষ মাসুদ রানা, সাবেক সদস্য হাজী মো. পিয়ার হোসেন, সাবেক সদস্য ও দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন, সাবেক সদস্য শাহিন রেজা ও দাতা সদস্য শামসুল আলম মাস্টার।
বক্তারা অভিযোগ করে বলেন, ‘সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস দৌলতপুর কলেজে ব্যবস্থাপনা (ম্যানেজিং) কমিটিতে পর পর দু-বার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। হাইকোর্টের নির্দেশ রয়েছে, একই ব্যক্তি দুই বারের বেশি সভাপতির দায়িত্ব পালন করতে পারবেন না। কিন্তু লতিফ বিশ্বাস আইন না মেনে ম্যানেজিং কমিটির ১১ সদস্যর স্বাক্ষর জাল করে নিজেকে সভাপতি করে নতুন কমিটি ঘোষণা করেন।
তারা বলেন, এই কমিটি গঠনের সময় কোনো আলোচনা বা নোটিশ করা হয়নি। সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস কলেজের কাগজপত্র নিজ বাড়িতে নিয়ে গিয়ে ম্যানেজিং কমিটির ১১ সদস্যর স্বাক্ষর জাল করে এ কমিটি গঠন করেছেন। যা অবৈধ। আমরা এই কমিটি বাতিল ও নতুন কমিটি গঠনের দাবি করছি।
বক্তারা আরও বলেন, লতিফ বিশ্বাস আইন মানেন না–আবার দলীয় সিদ্ধান্তও মানেন না। তিনি জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে ঈগল প্রতীকে স্বতন্ত্র নির্বাচন করে পরাজিত হন। পরাজিত হয়ে দৌলতপুর কলেজ নিজের আয়ত্তে নিতে ম্যানেজিং কমিটির সদস্যদের স্বাক্ষর জাল করে কমিটি ঘোষণা করেছেন।
এ বিষয়ে জানতে দৌলতপুর ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের মোবাইল ফোনে একাধিকবার কল করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
পেশাগত কারণে গত বছরের জুলাই-আগস্টের আন্দোলনমুখর দিনগুলোর অধিকাংশই কেটেছে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে। সেখান থেকেই নেতা-কর্মীদের আন্দোলন মোকাবিলার নির্দেশনা দিতেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও জাহাঙ্গীর কবির নানকসহ কেন্দ্রীয় নেতারা।
৬ মিনিট আগেদিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’কে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংসদ ভবনে প্রবেশ করার মুখে ফার্মগেট, আসাদগেট-সহ সংসদ ভবন এলাকায় পুলিশ, র্যাবসহ গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন রয়েছে।
৯ মিনিট আগেসোমবার ছাত্রদলের শাখা সভাপতি আলাউদ্দীন মহসিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “ঐতিহাসিক জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের প্রত্যাশা ছিল সুষ্ঠু ছাত্রসংসদ নির্বাচন ও রাজনীতির ক্ষেত্র তৈরি।
১৪ মিনিট আগেজুলাইযোদ্ধারা বনলতা ও সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের মতো আন্তঃনগর ট্রেন চাচ্ছিলেন। বরাদ্দ করা বিশেষ ট্রেনটি ছিল অন্য ট্রেন। এ নিয়ে যারা ট্রেনে উঠে পড়েছিলেন তাদের সঙ্গে আন্দোলনকারীদের বাকবিতন্ডা হয়। শেষ পর্যন্ত আন্দোলনকারীরা অন্যদের তোপের মুখে টিকতে না পেরে রেললাইন ছেড়ে দেন।
২৪ মিনিট আগে