Ajker Patrika

সাবেক মৎস্য মন্ত্রীর বিরুদ্ধে স্বাক্ষর জালের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ ও বেলকুচি প্রতিনিধি
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১৭: ২৪
সাবেক মৎস্য মন্ত্রীর বিরুদ্ধে স্বাক্ষর জালের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের বিরুদ্ধে দৌলতপুর কলেজ ব্যবস্থাপনা (ম্যানেজিং) কমিটির সদস্যদের জাল স্বাক্ষর করে নতুন কমিটি গঠনের অভিযোগ উঠেছে। এবারও কমিটিতে সভাপতি হিসেবে নিজের নাম রেখেছেন। এর আগে তিনি দুই মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেন।

আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সাবেক কমিটির সদস্যরা।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন–দৌলতপুর কলেজের অধ্যক্ষ মাসুদ রানা, সাবেক সদস্য হাজী মো. পিয়ার হোসেন, সাবেক সদস্য ও দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন, সাবেক সদস্য শাহিন রেজা ও দাতা সদস্য শামসুল আলম মাস্টার।

বক্তারা অভিযোগ করে বলেন, ‘সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস দৌলতপুর কলেজে ব্যবস্থাপনা (ম্যানেজিং) কমিটিতে পর পর দু-বার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। হাইকোর্টের নির্দেশ রয়েছে, একই ব্যক্তি দুই বারের বেশি সভাপতির দায়িত্ব পালন করতে পারবেন না। কিন্তু লতিফ বিশ্বাস আইন না মেনে ম্যানেজিং কমিটির ১১ সদস্যর স্বাক্ষর জাল করে নিজেকে সভাপতি করে নতুন কমিটি ঘোষণা করেন।

তারা বলেন, এই কমিটি গঠনের সময় কোনো আলোচনা বা নোটিশ করা হয়নি। সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস কলেজের কাগজপত্র নিজ বাড়িতে নিয়ে গিয়ে ম্যানেজিং কমিটির ১১ সদস্যর স্বাক্ষর জাল করে এ কমিটি গঠন করেছেন। যা অবৈধ। আমরা এই কমিটি বাতিল ও নতুন কমিটি গঠনের দাবি করছি।

বক্তারা আরও বলেন, লতিফ বিশ্বাস আইন মানেন না–আবার দলীয় সিদ্ধান্তও মানেন না। তিনি জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে ঈগল প্রতীকে স্বতন্ত্র নির্বাচন করে পরাজিত হন। পরাজিত হয়ে দৌলতপুর কলেজ নিজের আয়ত্তে নিতে ম্যানেজিং কমিটির সদস্যদের স্বাক্ষর জাল করে কমিটি ঘোষণা করেছেন।

এ বিষয়ে জানতে দৌলতপুর ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের মোবাইল ফোনে একাধিকবার কল করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত