Ajker Patrika

পরিবেশ দূষণের দায়ে রাসায়নিক কারখানাকে লাখ টাকা জরিমানা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২১: ০৭
পরিবেশ দূষণের দায়ে রাসায়নিক কারখানাকে লাখ টাকা জরিমানা

পরিবেশ দূষণের দায়ে বগুড়ার শেরপুরে এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রি নামে একটি কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজাপুরে অবস্থিত এই কারখানাকে জরিমানা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুমন জিহাদী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘পরিদর্শনকালে ওই কারখানায় পরিবেশ আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া আগে পরিবেশ অধিদপ্তর কর্তৃক করা ১০ লাখ টাকা জরিমানার আপিলে পরবর্তী নির্দেশনা সঠিকভাবে প্রতিপালন করার জন্য সময় দেওয়া হয়।’ 

এ সময় পরিবেশ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের উপপরিচালক মাহাথির মোহাম্মদ, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম, র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

এর আগে গত ৬ জুন ইটিপি, ওয়েস্ট ম্যানেজমেন্ট, স্লাজ ম্যানেজমেন্ট ও ফায়ার সেফটি না থাকায় পরিবেশ অধিদপ্তরের টাস্কফোর্স টিম কারখানাটিকে ১০ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করে। একই সঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উৎপাদন বন্ধ রাখার নির্দেশ প্রদান করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত