সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ সদর উপজেলায় এক শিক্ষকের বিরুদ্ধে একই বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে বিয়ের অভিযোগ উঠেছে। গত সাত দিন আগে তিনি বিয়ে করেছেন বলে জানান এলাকাবাসী। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরালও হয়েছে এবং এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ওই শিক্ষকের নাম এনামুল হক। তিনি চরছোনগাছা আলহাজ শমসের আলী উচ্চ বিদ্যালয়ের বাণিজ্য বিভাগের শিক্ষক।
আজ রোববার সকালে ওই বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে শিক্ষক এনামুল হক স্কুলের এক দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি বিদ্যালয়ে জানাজানি হলে ছাত্রীর পরিবার মানসম্মান হারানোর ভয়ে শিক্ষকের সঙ্গে মেয়ের বিয়ে দেন। ছাত্রীর বয়স কম হওয়ায় তার পরিবার বিয়ের বিষয়টি গোপন রাখেন।
সম্প্রতি বিষয়টি জানাজানি হলে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী ক্ষুব্ধ হন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরালও হয়েছে।
এ বিষয়ে জানতে শিক্ষক এনামুল হকের ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগ করার চেষ্টা করা হলে বন্ধ পাওয়া যায়।
স্কুলছাত্রীর বাবা বলেন, ‘আমার মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়টি জানার পর আমি ওই স্কুলশিক্ষকের সঙ্গে কথা বলি। তিনি প্রেমের বিষয়টি অস্বীকার করেন। পরবর্তীতে জানতে পারি তাদের উভয়ের ইচ্ছা অনুযায়ী গোপনে বিয়ে করেছে।’
চরছোনগাছা আলহাজ শমসের আলী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি অবগত হয়েছি। বর্তমানে শিক্ষক এনামুল হক তার মায়ের অসুস্থতার কারণে মোবাইল ফোনের মাধ্যমে ছুটি নিয়েছে। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘এ ধরনের ঘটনা যদি ঘটে থাকে, তাহলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা এলিজা সুলতানা বলেন, ‘এ বিষয়ে আমি অবগত নই। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। যদি এমন ঘটনা ঘটে থাকে, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সিরাজগঞ্জ সদর উপজেলায় এক শিক্ষকের বিরুদ্ধে একই বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে বিয়ের অভিযোগ উঠেছে। গত সাত দিন আগে তিনি বিয়ে করেছেন বলে জানান এলাকাবাসী। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরালও হয়েছে এবং এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ওই শিক্ষকের নাম এনামুল হক। তিনি চরছোনগাছা আলহাজ শমসের আলী উচ্চ বিদ্যালয়ের বাণিজ্য বিভাগের শিক্ষক।
আজ রোববার সকালে ওই বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে শিক্ষক এনামুল হক স্কুলের এক দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি বিদ্যালয়ে জানাজানি হলে ছাত্রীর পরিবার মানসম্মান হারানোর ভয়ে শিক্ষকের সঙ্গে মেয়ের বিয়ে দেন। ছাত্রীর বয়স কম হওয়ায় তার পরিবার বিয়ের বিষয়টি গোপন রাখেন।
সম্প্রতি বিষয়টি জানাজানি হলে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী ক্ষুব্ধ হন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরালও হয়েছে।
এ বিষয়ে জানতে শিক্ষক এনামুল হকের ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগ করার চেষ্টা করা হলে বন্ধ পাওয়া যায়।
স্কুলছাত্রীর বাবা বলেন, ‘আমার মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়টি জানার পর আমি ওই স্কুলশিক্ষকের সঙ্গে কথা বলি। তিনি প্রেমের বিষয়টি অস্বীকার করেন। পরবর্তীতে জানতে পারি তাদের উভয়ের ইচ্ছা অনুযায়ী গোপনে বিয়ে করেছে।’
চরছোনগাছা আলহাজ শমসের আলী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি অবগত হয়েছি। বর্তমানে শিক্ষক এনামুল হক তার মায়ের অসুস্থতার কারণে মোবাইল ফোনের মাধ্যমে ছুটি নিয়েছে। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘এ ধরনের ঘটনা যদি ঘটে থাকে, তাহলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা এলিজা সুলতানা বলেন, ‘এ বিষয়ে আমি অবগত নই। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। যদি এমন ঘটনা ঘটে থাকে, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ওই শ্রমিকের নাম মো. আরিফুল। তিনি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন গ্রন্থাগারে মোজাইকের কাজ করতেন বলে জানা গেছে।
৮ মিনিট আগেরাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসা থেকে চাঁদা আদায়ের ঘটনায় গ্রেপ্তার জানে আলম অপু ওই টাকা থেকে নিজের অংশ দিয়ে কিনেছেন ৩ লাখ টাকার বেশি মূল্যের একটি মোটরসাইকেল। গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকার একটি বাসা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে গোয়েন্দা...
১৬ মিনিট আগেযশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা। এই মোড় থেকে শহরের চারদিকে চারটি সড়ক বিভিন্ন দিকে গেছে। এই মোড়েই একটি বৈদ্যুতিক খুঁটিতে বসানো রয়েছে তিনটি সিসি ক্যামেরা। তবে তিনটিই নষ্ট। কোনোটির সংযোগের তারই ছেঁড়া, কোনোটি নিচের দিকে বাঁকানো। অথচ অপরাধপ্রবণতা কমাতে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়াতে...
২ ঘণ্টা আগেচার মাস ধরে ওষুধ সরবরাহ নেই ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোয়। চলছে শুধু রক্তচাপ পরিমাপ আর পরামর্শ দেওয়ার কার্যক্রম। এতে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিতে আসা উপজেলার লক্ষাধিক মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। তারা এই অবস্থা থেকে পরিত্রাণ চায়। সিভিল সার্জন অবশ্য আশার বাণী শুনিয়েছেন।
৭ ঘণ্টা আগে