Ajker Patrika

পাবনার ফরিদপুরে আগুনে পুড়ল বেকারি

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৬: ৪৩
পাবনার ফরিদপুরে আগুনে পুড়ল বেকারি

পাবনার ফরিদপুরে আগুনে পুড়েছে নাইম ব্রেড অ্যান্ড বিস্কুট কারখানা নামের একটি বেকারি। গতকাল বুধবার রাতে উপজেলার বেরহাওলিয়া বাজার এলাকার ওই কারখানা আগুনে পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত বেকারি মালিক আফজাল হোসেনের দাবি, আগুনে তাঁর ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

আফজাল হোসেন বলেন, তাঁর বেকারিতে ২২ জন কর্মচারী কাজ করতেন। কাজ শেষে রাতে তাঁরা বাসায় চলে যান। ভোরে প্রতিবেশী আফাজ উদ্দিন ফজরের নামাজের জন্য বের হয়ে বেকারিতে আগুন জ্বলতে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন। তখন এলাকাবাসী ৯৯৯ নম্বরে ফোন দিয়ে সহযোগিতা চাইলে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আফজাল হোসেন আরও বলেন, ততক্ষণে বেকারিতে থাকা ময়দা, চিনি, ডালডা, সয়াবিন তেল, ১৩টি বৈদ্যুতিক ফ্যান, নগদ টাকাসহ সব মালামাল পুড়ে যায়।

এ ব্যাপারে জানতে চাইলে ফরিদপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার আলতাব হোসেন আজকের পত্রিকাকে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত