Ajker Patrika

রামেক হাসপাতালে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ১৬: ০৬
রামেক হাসপাতালে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় দুই নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে রামেক হাসপাতালে চলতি ডেঙ্গু মৌসুমে ২৮ জনের মৃত্যু হলো। বর্তমানে ১৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। 

রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া দুজনের মধ্যে একজনের নাম শেফালী খাতুন (৫৫)। তাঁর গ্রামের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়। অপরজনের নাম সখিনা বেগম (৫৫)। তাঁর গ্রামের বাড়ি নাটোরের লালপুরে। আজ শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম এ শামীম আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্রিগেডিয়ার জেনারেল এফ এম এ শামীম আহাম্মদ জানান, ডেঙ্গু পজিটিভ শেফালী খাতুনের কোনো ভ্রমণ ইতিহাস ছিল না। এই রোগী চার দিন ধরে জ্বরে ভুগছিলেন এবং সঙ্গে বমিও ছিল। তাঁকে ১ নভেম্বর রাত ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোগীর অবস্থার অবনতি হলে পরে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ নভেম্বর দিবাগত রাত ৩টার দিকে তাঁর মৃত্যু হয়। সখিনা বেগমেরও কোনো ভ্রমণ ইতিহাস ছিল না। এই রোগী দুই দিন ধরে জ্বরে ভুগছিলেন। সেই সঙ্গে বমি করছিলেন। ২ নভেম্বর রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। কিন্তু রোগীর অবস্থা সংকটাপন্ন ছিল। ৩ নভেম্বর দিবাগত রাত ৩টার দিকে ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

হাসপাতাল সূত্র জানায়, আজ সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৮ জন। বর্তমানে ১৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। আর এখন পর্যন্ত রামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪ হাজার ২১ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩ হাজার ৮০০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঘর আলো করেছে ৫ নবজাতক, চোখে অন্ধকার দেখছেন মুদি দোকানি সোহেল

আজকের রাশিফল: ভুল ব্যক্তিকে মেসেজ পাঠিয়ে বিপত্তি বাধাবেন না

ঘনীভূত হচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’, আঘাত হানবে সন্ধ্যার পর

বেতন–ভাতা বাড়িয়ে ১ ট্রিলিয়ন ডলার না করলে টেসলা ছাড়তে পারেন মাস্ক

বিএনপি নেতার ব্যানার টানানো নিয়ে গোলাগুলি, যুবদল কর্মী নিহত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ