Ajker Patrika

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে দেশে ঢুকছে অবৈধ অস্ত্র

মো. তারেক রহমান, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে দেশে ঢুকছে অবৈধ অস্ত্র

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে দেশে অবৈধ অস্ত্র প্রবেশের মাত্রা বেড়েছে। গত ছয় মাসে ৪৫টি দেশি-বিদেশি অস্ত্র, ১৩৬টি ককটেল জব্দ এবং ৫৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। স্থানীয় বাসিন্দারা বলছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হওয়ায় অস্ত্র চোরাচালান বেড়েছে এলাকায়।

জেলার পুলিশ, র‍্যাব ও বিজিবির দেওয়া তথ্য সূত্রে জানা গেছে, গত ছয় মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে বেশ কিছু দেশি-বিদেশি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ওয়ান শুটারগান ১৪টি, দেশি পিস্তল ১২টি, বিদেশি পিস্তল ছয়টি, এসএমজি একটি, ম্যাগাজিন ১৭টি, শুটারগান ১২টি, গুলি ৫৫টি এবং ১৩৬টি ককটেল উদ্ধার করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, শিবগঞ্জের সীমান্ত দিয়ে সবচেয়ে বেশি অস্ত্রের চালান আসে। ভারত থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি ও বিস্ফোরক দ্রব্য পাচারের রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে এলাকাটি। আর এসব অস্ত্র তৃতীয় পক্ষের মাধ্যমে আনা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে বিভিন্ন সবজি ও মৌসুমি ফলের ভেতরে ঢুকিয়েও পাচার করা হয় অস্ত্র। সীমান্ত এলাকা দিয়ে পার হয়ে অস্ত্রগুলো চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। ফলে মূল হোতারা থাকে ধরাছোঁয়ার বাইরে। অস্ত্র চোরাচালান আটক হলেও মূল ব্যবসায়ীদের পরিচয় শেষ পর্যন্ত আর জানা যায় না। 

অস্ত্র উদ্ধারের বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী এলাকা হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে অস্ত্র প্রবেশ করছে। আমরা নজরদারি বৃদ্ধি করেছি। তবে অন্য যেকোনো সময় থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’ 

এ বিষয়ে রাজশাহী বিজিবি সেক্টর কমান্ডার, কর্নেল আনোয়ার লতিফ খান বলেন, ‘সীমান্তে অবৈধ অস্ত্রের চোরাচালান ঠেকাতে সর্বোচ্চ অবস্থানে রয়েছে বিজিবি। এ ছাড়া সীমান্তের আশপাশের টহল জোরদার করার পাশাপাশি অভিযান অব্যাহত রয়েছে।

তবে পুলিশের একাধিক গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে, সাম্প্রতিককালে যেসব অস্ত্রের চালান ধরা পড়ছে, তার সবই ভারতীয় সদর উপজেলা ও শিবগঞ্জ সীমান্ত হয়ে বাংলাদেশে এসেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চান, রহস্য কী

রামগড়ের ‘রুম পার্টি’ টর্চার সেলের হোতা সাবেক মেয়র কাজী রিপন গ্রেপ্তার

গাজীপুরে ১০ দফা দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত