Ajker Patrika

বগুড়ায় এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ১৫: ৩৪
বগুড়ায় এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার দুপচাঁচিয়ায় গোপেন্দ্রনাথ শীল (৫০) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের দাবি, ঋণগ্রস্ত হয়ে মানসিক চাপে তিনি আত্মহত্যা করেছেন।

স্থানীয়রা জানান, গোপেন্দ্রনাথ শীল দুপচাঁচিয়া থানার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তিনি একটি কনজ্যুমার প্রোডাক্টস কোম্পানিতে চাকরি করতেন। করোনাকালে চাকরি হারানোর পর থেকে বেকার ছিলেন গোপেন্দ্রনাথ। গত বছর ধারদেনা করে মেয়েকে বিয়ে দেন। বিভিন্ন এনজিও থেকে ও সুদে টাকা নিয়ে সংসার চালাতে গিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েন তিনি। পড়ে বৃহস্পতিবার ভোরে উঠানের আমগাছের ডালের সঙ্গে গলায় চাদর পেঁচিয়ে আত্মহত্যা করেন।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, নিহতের পরিবার জানায়, ঋণগ্রস্ত হয়ে মানসিক চাপে গোপেন্দ্রনাথ আত্মহত্যা করেছেন। তাঁর পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত