চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুই আওয়ামী লীগ নেতা হত্যা মামলায় আরও চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার দুপুরে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নয়ালাভাঙ্গা এলাকার আবুল হোসেনের ছেলে মোহাম্মদ বাবুল ঝাপড়া বাবু, মৃত কাবির আলীর ছেলে রুহুল আমীন ঝাপড়া, তাবজুল হোসেনের ছেলে আব্দুল মান্নান, আখতারুজ্জমানের ছেলে ওসমান আলী।
ওসি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের একাধিক টিম শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ও নাচোল উপজেলার ফতেপুরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বাবুল ঝাপড়া ও রুহুল আমীন ঝাপড়া মামলার এজাহারভুক্ত আসামি। এর আগেও আওয়ামী লীগের কর্মী দুরুল হত্যা মামলারও আসামি ছিলেন তিনি।
বাকি দুজনকে পুলিশের তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত শুক্রবার রাতে এজাহারভুক্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
গত ২৭ জুন রাতে শিবগঞ্জ উপজেলার রাণীহাটি কলেজ মোড়সংলগ্ন আশ্রয়ণ প্রকল্প এলাকায় খুন হন আব্দুস সালাম ও তাঁর সহযোগী স্কুলশিক্ষক মতিন আলী। আব্দুস সালাম শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ছিলেন। মতিন আলী ছিলেন একই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও হরিনগর উচ্চবিদ্যালয়ের শিক্ষক।
হত্যার ঘটনায় আব্দুস সালামের স্ত্রী বাদী হয়ে ৫২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
আরও পড়ুন–
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুই আওয়ামী লীগ নেতা হত্যা মামলায় আরও চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার দুপুরে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নয়ালাভাঙ্গা এলাকার আবুল হোসেনের ছেলে মোহাম্মদ বাবুল ঝাপড়া বাবু, মৃত কাবির আলীর ছেলে রুহুল আমীন ঝাপড়া, তাবজুল হোসেনের ছেলে আব্দুল মান্নান, আখতারুজ্জমানের ছেলে ওসমান আলী।
ওসি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের একাধিক টিম শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ও নাচোল উপজেলার ফতেপুরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বাবুল ঝাপড়া ও রুহুল আমীন ঝাপড়া মামলার এজাহারভুক্ত আসামি। এর আগেও আওয়ামী লীগের কর্মী দুরুল হত্যা মামলারও আসামি ছিলেন তিনি।
বাকি দুজনকে পুলিশের তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত শুক্রবার রাতে এজাহারভুক্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
গত ২৭ জুন রাতে শিবগঞ্জ উপজেলার রাণীহাটি কলেজ মোড়সংলগ্ন আশ্রয়ণ প্রকল্প এলাকায় খুন হন আব্দুস সালাম ও তাঁর সহযোগী স্কুলশিক্ষক মতিন আলী। আব্দুস সালাম শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ছিলেন। মতিন আলী ছিলেন একই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও হরিনগর উচ্চবিদ্যালয়ের শিক্ষক।
হত্যার ঘটনায় আব্দুস সালামের স্ত্রী বাদী হয়ে ৫২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
আরও পড়ুন–
আগামীকাল মঙ্গলবার মিরন জমাদ্দারের ছেলে মনিম জমাদ্দারের সৌদি আরব যাওয়ার কথা ছিল। ছেলেকে বিদায় দিতে শ্যালককে সঙ্গে নিয়ে ঢাকায় এসে এই হোটেলে উঠেছিলেন তিনি।
৬ মিনিট আগে২৫০ টাকা নিয়ে দুই ব্যক্তির মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে দিলদারুল আহমদ ওরফে মুন্সি দিলদার (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগেহবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. আবু জাহির ও তাঁর পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী চেয়ে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার পরিবারের ছয়জনের নামে পৃথক নোটিশ বাড়ির দেয়ালে টানিয়ে দেওয়া হয়।
২৩ মিনিট আগেনির্বাচনী পরীক্ষায় পাস করানোর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা। আজ সোমবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন তাঁরা। এতে ১ ঘণ্টার বেশি সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
২৬ মিনিট আগে