Ajker Patrika

রাজশাহীতে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে ২ শিশু আহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে ২ শিশু আহত

রাজশাহীতে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। আজ সোমবার নগরীর টিকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহত শিশুরা হলো-ওই এলাকার আলমগীর হোসেনের ছেলে মো. আব্দুল্লাহ (৭) ও মো. শাহিনের ছেলে মো. সাবা (৮)। 

খবর পেয়ে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা সেখানে পৌঁছান। ঘটনাস্থলে আরও কয়েকটি অবিস্ফোরিত ককটেল পড়ে ছিল। 

আহতদের স্বজনেরা জানান, বাড়ির সামনে আবর্জনার স্তূপের ভেতর একটি কার্টন পড়ে ছিল। ওই কার্টনে তুষের ভেতর ককটেল ছিল। শিশুরা কুড়িয়ে পাওয়া একটি ককটেল নিয়ে খেলার সময় বিস্ফোরণ ঘটে। এতে তারা দুজনেই আহত হয়। পরে শিশুদের হাসপাতালে নেওয়া হয়। 

রাজশাহীতে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে ২ শিশু আহত। ছবি: আজকের পত্রিকাবোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘থানায় কিছু পুলিশ সদস্য গিয়েছেন। দাপ্তরিক কাজকর্ম সোমবার থেকেই শুরু হয়েছে। তবে অসুস্থ থাকায় তিনি এখনো থানায় যাননি। এ রকম কোনো ঘটনার কথা কেউ তাঁকে জানায়নি। তিনি খোঁজ নিয়ে দেখবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত