পাবনা প্রতিনিধি
পাবনার সাঁথিয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে মারিয়া (৮) নামের এক শিশু আগুনে দগ্ধ হয়ে মারা গেছে। আজ রোববার দুপুরে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের বিলচাপড়ি গ্রামের আরশেদ আলীর বাড়িতে এই ঘটনা ঘটে।
মারিয়া সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের গয়েশবাড়িয়া গ্রামের রুবেল হোসেনের মেয়ে।
শিশু মারিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ধুলাউড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জরিফ আহমেদ। তিনি বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। শিশুটির লাশ তার বাবা রুবেল বাড়িতে নিয়ে গেছেন। এ ছাড়া অগ্নিকাণ্ডে তাঁর নানার বাড়িতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।’
পরিবার ও স্থানীয় লোকজন জানান, আজ দুপুরে মোকছেদের বাড়ির লোকজন উঠানে পেঁয়াজ কাটছিলেন। এ সময় ঘরের ভেতর হঠাৎ আগুন জ্বলে ওঠে। মুহূর্তে আগুন বাড়ির অন্য ঘর ও মোকছেদের ভাই আরশেদ আলীর ঘরেও ছড়িয়ে পড়ে। এ সময় মারিয়া তার নানা আরশেদের ঘরে কয়েক শিশুর সঙ্গে খেলা করছিল। অন্য শিশুরা দৌড়ে চলে গেলেও মারিয়া ঘরের খাটের নিচে লুকায়। ওই ঘর আগুন ধরে গেলে মারিয়া খাটের নিচেই দগ্ধ হয়ে মারা যায়।
এ সময় মোকছেদের দুটি ও আরশেদের দুটি টিনের ঘরসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এলাকাবাসী ও সাঁথিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণ সব পুড়ে যায়।
মোকছেদ বলেন, ‘আমার প্রায় দেড় লাখ টাকা, ১৬০ মণ পেঁয়াজ, ৬০ মণ পাট, ২৫ মণ ধানসহ আমাদের দুই ভাইয়ের ঘর ও মালামাল পুড়ে গেছে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আমরা সব হারিয়ে পথে বসে গেলাম।’
সাঁথিয়া ফায়ার সার্ভিসের সহকারী কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।’
এ দিকে এই ঘটনায় সাঁথিয়া থানায় কেউ অভিযোগ দেননি বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
পাবনার সাঁথিয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে মারিয়া (৮) নামের এক শিশু আগুনে দগ্ধ হয়ে মারা গেছে। আজ রোববার দুপুরে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের বিলচাপড়ি গ্রামের আরশেদ আলীর বাড়িতে এই ঘটনা ঘটে।
মারিয়া সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের গয়েশবাড়িয়া গ্রামের রুবেল হোসেনের মেয়ে।
শিশু মারিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ধুলাউড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জরিফ আহমেদ। তিনি বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। শিশুটির লাশ তার বাবা রুবেল বাড়িতে নিয়ে গেছেন। এ ছাড়া অগ্নিকাণ্ডে তাঁর নানার বাড়িতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।’
পরিবার ও স্থানীয় লোকজন জানান, আজ দুপুরে মোকছেদের বাড়ির লোকজন উঠানে পেঁয়াজ কাটছিলেন। এ সময় ঘরের ভেতর হঠাৎ আগুন জ্বলে ওঠে। মুহূর্তে আগুন বাড়ির অন্য ঘর ও মোকছেদের ভাই আরশেদ আলীর ঘরেও ছড়িয়ে পড়ে। এ সময় মারিয়া তার নানা আরশেদের ঘরে কয়েক শিশুর সঙ্গে খেলা করছিল। অন্য শিশুরা দৌড়ে চলে গেলেও মারিয়া ঘরের খাটের নিচে লুকায়। ওই ঘর আগুন ধরে গেলে মারিয়া খাটের নিচেই দগ্ধ হয়ে মারা যায়।
এ সময় মোকছেদের দুটি ও আরশেদের দুটি টিনের ঘরসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এলাকাবাসী ও সাঁথিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণ সব পুড়ে যায়।
মোকছেদ বলেন, ‘আমার প্রায় দেড় লাখ টাকা, ১৬০ মণ পেঁয়াজ, ৬০ মণ পাট, ২৫ মণ ধানসহ আমাদের দুই ভাইয়ের ঘর ও মালামাল পুড়ে গেছে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আমরা সব হারিয়ে পথে বসে গেলাম।’
সাঁথিয়া ফায়ার সার্ভিসের সহকারী কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।’
এ দিকে এই ঘটনায় সাঁথিয়া থানায় কেউ অভিযোগ দেননি বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
১ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
১ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
১ ঘণ্টা আগে