Ajker Patrika

রাজশাহীতে জন্ম সনদে মা-বাবার জাতীয়তা এল উগান্ডা

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 
আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১২: ৪৩
Thumbnail image

রাজশাহীর পুঠিয়ায় এক শিশুর জন্ম সনদে মা-বাবার জাতীয়তা এসেছে উগান্ডা। এ ঘটনায় এলাকাজুড়ে সমালোচনা শুরু হয়েছে। তবে পরিষদের সংশ্লিষ্টরা বলছেন, এটা সার্ভারের কারণে এমনটি ঘটেছে। উপজেলার ১ নম্বর সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

ওই শিশুর বাবা রাকিবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় ১০ মাস আগে আমাদের একটি ছেলে হয়। আর গত ডিসেম্বরে তার জন্ম সনদের জন্য পরিষদে আবেদন করা হয়। এদিকে গতকাল সোমবার সকালে পরিষদ থেকে জন্ম সনদটি তুলে আনা হয়। পরে বাড়ি ফিরে দেখি সনদে পিতা-মাতার জাতীয়তার স্থানে বাংলাদেশের স্থলে উগান্ডা লেখা। আর ওই সনদে চেয়ারম্যান নিজেই সীল-স্বাক্ষর করেছেন।’

রাকিবুল ইসলাম আরও বলেন, ‘এই ভুলের বিষয়টি গতকাল সোমবার পরিষদে জানালে সংশোধনীর জন্য তাঁদের আবারও টাকা দিতে হয়েছে।’

নাম প্রকাশ না করা শর্তে একজন ইউনিয়ন পরিষদের সদস্য আজকের পত্রিকাকে বলেন, ‘পরিষদের ডেটা এন্টি অপারেটর মাঝেমধ্যেই এমন ঘটনা ঘটাচ্ছেন। বিষয়গুলো তদারক করতে চেয়ারম্যান ও অপারেটরকে একাধিকবার বলেও কোনো লাভ হচ্ছে না। আর তাঁদের এই ভুলের মাসুল দিতে হচ্ছে জনসাধারণকে।’

এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফ খান ঝন্টু আজকের পত্রিকাকে বলেন, ‘এটা আমাদের ভুল নয়, মাঝেমধ্যে সার্ভারের কারণে এমনটি ঘটে থাকে। তবে ভুক্তভোগী সংশোধনীর আবেদন করলে আমরা ঠিক করে দেব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত